৭ মাসেও ফলাফল প্রকাশ করতে পারেনি ববির একাউন্টিং বিভাগ, তীব্র ক্ষোভ শিক্ষার্থীদের
- ববি প্রদায়ক
- প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৭:৫৭ AM , আপডেট: ০৮ নভেম্বর ২০২৫, ০৮:০৫ AM
পরীক্ষা শেষ হবার ৭ মাস পরেও ফলাফল প্রকাশ করতে পারেনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ। ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৮ম সেমিস্টারের ফলাফল ঘোষণা না করায় শিক্ষার্থীরা চাকরির বাজার থেকে পিছিয়ে পড়ছেন। ফাইলান ফলাফল প্রকাশ না পাওয়ায় কোথাও আবেদন করতে পারছেন না তারা। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
জানা যায়, ওই বিভাগের ৮ম সেমিস্টারের পরীক্ষা শুরু হয় চলতি বছরের ১২ই মার্চ এবং পরীক্ষা শেষ হয় ১৬ই এপ্রিল। অভিযোগ উঠেছে বিভাগের শিক্ষকদের অবহেলার কারণেই ফলাফল প্রকাশের সংকট তৈরি হয়েছে।
এবিষয়ে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহাম্মদ রাসেল ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্ট বলেন, ‘প্রতিবারের মতো এবারও আমাদের শিক্ষকদের সঙ্গে বারবার যোগাযোগ করতে হচ্ছে। কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে কখনোই পরীক্ষা বা ফলাফল প্রকাশের কাজ সম্পন্ন হয় না। সব সময় যেন কোনো অদৃশ্য বাঁধা থেকে যায়।'
তিনি আরো লিখেন, ‘আমরা বিশ্বাস করি রেজাল্ট প্রকাশ কোনো করুণা নয়, এটি আমাদের অধিকার। রেজাল্ট যত দ্রুত প্রকাশ হবে, ততই শিক্ষার্থীদের উপকার হবে। একদিন আগেও রেজাল্ট হাতে থাকলে আমরা একদিনের মধ্যেই একটি চাকরির আবেদনে অংশ নিতে পারি। কিন্তু রেজাল্ট না থাকার কারণে আমরা একের পর এক গুরুত্বপূর্ণ সুযোগ হারাচ্ছি। এখনও অনেক সরকারি ও বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি আসছে, কিন্তু আমরা আবেদন করতে পারছি না, শুধুমাত্র রেজাল্ট হাতে না পাওয়ার কারণে।'
নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী আরেক শিক্ষার্থী বলেন, ‘অনার্স শেষ করার পর বাহিরে মাস্টার্স করার ইচ্ছা যেন শুধুমাত্র মরীচিকা। ২০২৫ এর জুনের পর থেকে যতগুলো চাকরির বিজ্ঞপ্তি গিয়েছে তা সব কিছু থেকে আমরা বঞ্চিত। একটার পর একটা বিজ্ঞপ্তি যায়, আমরা চাতক পাখির মতো তাকিয়ে থাকি৷ আমার পরিবার আমার বোঝা টানছে, তারাও কটু কথা শোনায় এখন। পুরো বিশ্ব করোনা প্রভাব কমিয়ে এগিয়ে গেলেও আমার ডিপার্টমেন্ট আটকিয়ে রেখেছে একটার পর একটা বিষয় নিয়ে। এক স্যারের টেবিল বলে অন্য স্যার দেয় না, অন্য স্যার বলে আরেকজন দেয় না৷ কিন্তু এই দীর্ঘসূত্রিতার শেষ কোথায়।'
তিনি আরো বলেন, ‘যেখানে অন্য বিভাগ ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্স ফাইনালের দিন গুনছে। এই দায় কার? নাকি এই ডিপার্টমেন্ট আমাদের জন্য অভিশাপ? রেজাল্ট দিলেই চাকরি আমার জন্য অপেক্ষা করছে বিষয়টা এমন নয়। কিন্তু রেজাল্ট ও একটা সিঁড়ি আমার জন্য। আমাদের রেজাল্ট যেন দ্রুত দিয়ে দেওয়া হয়, সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহবান জানাচ্ছি।'
পরীক্ষা কমিটির সভাপতি অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল আলিম বাছির বলেন, ‘পরীক্ষা কমিটির সভাপতি হিসেবে আমি চেয়েছি দ্রুত ফলাফল প্রকাশ করতে, কিন্তু বেশকিছু কারণে তা করতে পারিনি। আমাকে বিভাগ থেকে যাবতীয় লজিস্টিক সাপোর্ট দেওয়া হলে আমি সামনে এক সপ্তাহের মধ্যে রেজাল্ট প্রকাশ করতে চাই। রেজাল্ট কেন প্রকাশ হচ্ছে না এ বিষয়ে আপনি চেয়ারম্যান স্যারকে জিজ্ঞাসা করতে পারেন।'
বর্তমানে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মো. হারুন অর রশীদ শিক্ষাছুটিতে রয়েছেন। বিভাগটির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আশিকুর রহমান। এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘পরীক্ষা কমিটির সদস্য দুইজন শিক্ষক শিক্ষা ছুটিতে চলে যাওয়ায় ২০১৯-২০ সেশনের রেজাল্ট প্রকাশ করতে সময় লাগছে, তবে আমরা দ্রুতই রেজাল্ট প্রকাশ করবো।'