প্রাইমারিতে ‘শারীরিক শিক্ষা’ পদ পুনর্বহালের দাবিতে ইবিতে মানববন্ধন
- ইবি প্রদায়ক
- প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৬:৪৬ PM
প্রাথমিক বিদ্যালয়ে ‘শারীরিক শিক্ষা’ বিষয়ের শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচি করে বিভাগটির অর্ধশতাধিক শিক্ষার্থী।
বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আরাফাত সাইদ বলেন, ‘প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গেজে পাসের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে ক্রিয়েট করা চারটি পদ বাতিল ঘোষণা করা হয়েছে। দেশে প্রায় ৫৫ হাজার প্রাথমিক বিদ্যালয় রয়েছে। যেখানে শিশুদের শরীর বিষয়ে সচেতনতা, শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ বিষয়ে জ্ঞান, শরীর কীভাবে কাজ করে, এবং মানসিক ও শারীরিক বিকাশে শারীরিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। তাই আমরা প্রাথমিকে শারীরিক শিক্ষা পদকে পুনর্বহালের দাবি জানাই।’
উল্লেখ্য, গত রবিবার ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা-২০২৫’ সংশোধন করে প্রাথমিক বিদ্যালয়ের সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক পদ বাতিল করা হয়।