অনার্স ৩য় বর্ষের ফরমপূরণ ফি বৃদ্ধি: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষার্থীদের প্রতিবাদ
- কুমিল্লা প্রতিনিধি
- প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০৬:০৪ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠাতব্য ২০২৪ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, অযৌক্তিকভাবে ফি বাড়ানোয় শিক্ষাকে ধীরে ধীরে বাণিজ্যিক পণ্যে পরিণত করা হচ্ছে, যা মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনার পথে বড় বাধা সৃষ্টি করছে।
আজ সোমবার (২৭ অক্টোবর) শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণে প্লেকার্ড হাতে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এ সময় ‘চাষার ছেলে পড়তে চায়, ফি দেখে হাঁসফাঁস খায়’, ‘শিক্ষা বাণিজ্য নয়, শিক্ষা অধিকার’, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় নাকি বাণিজ্য বিশ্ববিদ্যালয়?, ‘ফি কমানো না হলে, ফরম পূরণ করবো না, ‘ফি বাড়লে, প্রতিবাদও বাড়বে’ শীর্ষক বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। শিক্ষার্থীরা জানান, এই স্লোগানগুলোর মাধ্যমে তারা শিক্ষার বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন এবং অনার্স ৩য় বর্ষের ফরম ফি পুনর্বিবেচনার দাবি তুলছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরে তত্ত্বীয় পূর্ণ কোর্সের ফি ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৩৫০ টাকা, অর্ধ কোর্সের ফি ২০০ থেকে ২৫০ টাকা এবং ব্যবহারিক কোর্সের ফি ২৫০ থেকে ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ইনকোর্স পরীক্ষা ফি ৩০০ থেকে ৬০০, কেন্দ্র ফি ৪৫০ থেকে ৬০০ এবং ব্যবহারিক কেন্দ্র ফি ১৫০ থেকে ২৫০ টাকা করা হয়েছে। এছাড়া অনিয়মিত, গ্রেড উন্নয়ন ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য বিশেষ অন্তর্ভুক্তি ফি ৩০০ থেকে ১,০০০ টাকা করা হয়েছে।
উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কাজী আল আকসা আল মুনা বলেন, অতিরিক্ত ফি নিম্ন-মধ্যবিত্ত ও গরিব শিক্ষার্থীদের পড়াশোনার পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। অযৌক্তিক ফি বৃদ্ধির কারণে অনেক শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। যদি ফি না কমানো হয়, আমরা ফরম পূরণ করব না।
শিক্ষার্থী মো. নাজমুল হাসান শাকিল বলেন, শিক্ষার ব্যয় বৃদ্ধি করে শিক্ষার পথ সংকুচিত করা হচ্ছে। অনেক শিক্ষার্থীর জন্য অতিরিক্ত ফি মেটানো দুঃসাধ্য হয়ে পড়েছে। তাই ফি যুক্তিসঙ্গত পর্যায়ে নামানো প্রয়োজন। আরেক শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম বলেন, শিক্ষার মান বজায় রাখতে কিছু খরচ বৃদ্ধি স্বাভাবিক, তবে শিক্ষার্থীদের ওপর মোটা অংকের ফি চাপানো উচিত নয়। এটি শিক্ষার্থী ও তাদের পরিবারের উপরও প্রভাব ফেলে।
ফরম পূরণ ফি বৃদ্ধি বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ সিদ্ধান্ত একক নয়, নীতি নির্ধারণী পর্যায়ের। শিক্ষার্থীরা যদি অসন্তোষ প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয় বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে।
শিক্ষার্থীরা একযোগে দাবি জানিয়েছেন, অনার্স ৩য় বর্ষের ফরম পূরণের ফি অবিলম্বে কমিয়ে শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নিতে হবে এবং শিক্ষাকে বাণিজ্যিকীকরণ থেকে রক্ষা করতে হবে।