জবির ছাত্রীকে শ্লীলতাহানির প্রতিবাদে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

২৭ অক্টোবর ২০২৫, ০১:১৩ AM , আপডেট: ২৭ অক্টোবর ২০২৫, ০১:২১ AM
পুরান ঢাকার ধূপখোলা এলাকায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা

পুরান ঢাকার ধূপখোলা এলাকায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা © টিডিসি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অনুজীব বিজ্ঞান বিভাগের এক নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির প্রতিবাদে  বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এসয়ম সুষ্ঠু তদন্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির  দাবি জানান তারা। 

রবিবার (২৬ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে পুরান ঢাকার ধূপখোলা মাঠ এলাকায় এ প্রতিবাদ মিছিল করেন শিক্ষার্থীরা।

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, ‘৫ আগস্টের পর বিচার হীনতার সংস্কৃতি তৈরি হয়েছে। একজন অপরাধী যখন বিচার না হয় তখন তার আশেপাশের মানুষ ভাবে ওর তো বিচার হয়নি দোষ করলে আমারও বিচার হবে না। এভাবে বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীদের টার্গেট করে লাঞ্ছনা করা হয়।’

আপ বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ও জবির পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার পর শিক্ষার্থীদের মেসে বাসা ভাড়া করে থাকতে হয়। এছাড়াও টিউশনি করাতে হয়। কিন্তু সেই টিউশনি এসেও নারী শিক্ষার্থীরা নিরাপদ নয়। তাদের নিপীড়নের শিকার হতে হচ্ছে। আমরা প্রশাসনকে বলতে চাই এই নিপীড়কদের তুমি তো সময়ের মধ্যে গ্রেফতার এবং শাস্তি নিশ্চিত করতে হবে। 

শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সভাপতি ইভান তাহসিব বলেন, আমরা ২০ বছর পার করতে চলেছি, কিন্তু এরকম ঘটনার সম্মুখীন হতে হয় নি। কিন্তু ইদানীং শিক্ষার্থীদের সাথে হেনস্তার ঘটনা বেড়েছে। আজ একজন নারী শিক্ষার্থীকে লাঞ্ছনা করা হয়েছে। জুলাই পরবর্তীতে শিক্ষার্থীদেরকে স্থানীয়দের সাথে মুখোমুখি করার পায়তারা চলছে। শিক্ষার্থীদের অনিরাপত্তায় রাখার মধ্যে দিয়ে দমন করার চেষ্টা করা হচ্ছে। এরই প্রেক্ষিতে আজকের এই ঘটনা হতে পারে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, দ্রুততম সময়ের মধ্যে সেই লাঞ্ছনাকারীকে আটক করতে হবে।

শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, যেখানে আমাদের মা বোনদেরকে নিপীড়ন করা হবে, আমরা সাথে সাথে সেখানে উপস্থিত হবো। এবং সেই কালো হাতকে আমরা ভেঙে দেবো। আজকের সকল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উপস্থিতি নিশ্চিত করে, জবিয়ানদের নিরাপত্তার স্বার্থে আমরা ঐক্যবদ্ধ। আমরা বলতে চাই, সকল নিপীড়করা ভালো হয়ে যাও, নাহলে জেলে পঁচে মরবে।

উল্লেখ্য, রবিবার রাত ৮টার দিকে টিউশন করাতে গিয়ে গেন্ডারিয়া থানাধীন ডিস্টিলারি রোড ফজলুর রহমান নার্সিং এন্ড মিডওয়াইফারি ইনষ্টিটিউট এলাকায় জবির এক নারী শিক্ষার্থী শ্লীলতাহানির শিকার হন। এ ঘটনায় রাত পৌনে ১১টার দিকে গেন্ডারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

রাবি ভর্তি পরীক্ষায় ‘ডিপসিক’ এআই দিয়ে জালিয়াতি, আটক ১
  • ১৬ জানুয়ারি ২০২৬
রিলেশনশিপ অফিসার নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদন শেষ ২…
  • ১৬ জানুয়ারি ২০২৬
উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ছয়
  • ১৬ জানুয়ারি ২০২৬
৩১ জানুয়ারির মধ্যে পে স্কেল বাস্তবায়ন না হলে আত্মহনন কর্মসূ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
পরিচালক নাজমুল শোকজের জবাব না দিলে যা করবে বিসিবি
  • ১৬ জানুয়ারি ২০২৬
ওয়ালটন নেবে বিজনেস এক্সপানশন অফিসার, পদ ১০, আবেদন শেষ ২৩ জ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9