ইবিতে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘কম্পাস’ শুরু

২৩ অক্টোবর ২০২৫, ০৪:৩৩ PM , আপডেট: ২৩ অক্টোবর ২০২৫, ০৫:২০ PM
আন্তর্জাতিক সম্মেলন

আন্তর্জাতিক সম্মেলন © টিডিসি ফটো

বিশ্বের ২৬টি দেশের ২৫০টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী ‘Computing, Application and systems COMPAS 2025’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।  বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনে আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার, ইসলামী বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল ল্যাবরেটরি এবং আইসিটি বিভাগের সমন্বিত আয়োজনে সম্মেলনের শুরু হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। 

জমকালো এ আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের ২৬টি দেশের ২৫০টি বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউট অংশ নেয়। এতে ৫১৮ জন লেখকের সর্বমোট ৭৯০টি প্রবন্ধ জমা পড়েছে যেখান থেকে ২৬৪ টি প্রবন্ধ নির্বাচিত হয়। 

সম্মেলনে প্রধান প্রযুক্তিগত ট্র্যাকের মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং এবং সফট কম্পিউটিং; জ্ঞানীয় বিজ্ঞান এবং কম্পিউটেশনাল জীববিজ্ঞান; ইন্টারনেট অফ থিংস (IoT) এবং ডেটা অ্যানালিটিক্স; নেটওয়ার্ক সুরক্ষা; সিগন্যাল প্রসেসিং এবং কম্পিউটার ভিশন; অ্যালগরিদম এবং গণনা এবং কোয়ান্টাম কম্পিউটিং, যোগাযোগ এবং অপটিক্স। 

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ইবির সেন্ট্রাল ল্যাবের পরিচালক অধ্যাপক ড. জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও আইসিটি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সৈকত এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মারুফা ইয়াসমিন মিশুর যৌথ সঞ্চালনায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।  

অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে ছিলেন পাকিস্তানের ইন্সটিটিউট অফ বিজনেস ম্যানেজমেন্টের রেক্টর অধ্যাপক ড. তারিক রহিম সুমরো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক। সম্মেলনে আগামীকাল আলোচক হিসেবে থাকবেন অস্ট্রেলিয়ার এডিথ কোয়ান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ শামসুল ইসলাম, যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা হোসাইন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির এ যুগে কম্পিউটার সাইন্স সংশ্লিষ্ট যে বিষয় গুলো দ্রুত পরিবর্তন হচ্ছে সেগুলোতে দক্ষতা এবং জ্ঞান অর্জনের জন্য এধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে গবেষণা কার্যক্রম এত গুরুত্বপূর্ণ কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা অত্যন্ত অগ্রসর এবং পরবর্তীতে সব ধরণের কাজ মেশিন দ্বারাই পরিচালিত হবে। 

তিনি আরও বলেন, তাই দেশে-বিদেশে এ বিষয় গুলোতে যারা দক্ষ তাদের সান্নিধ্যে এসে আরো গভীর ভাবে জানার জন্য এই কনফারেন্স একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই আয়োজনে দেশবিদেশের যারা অংশগ্রহণ করেছেন এবং যারা উদীয়মান গবেষক আছেন তারা আরও অনুপ্রাণিত হবেন। কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে পাল্লা দিতে যে দক্ষতা গুলো প্রয়োজন সেগুলোই আসবে এ ধরনের বিভিন্ন কোর্স, ডিগ্রী এবং কনফারেন্সের মতো জায়গা থেকে।

ভার্চুয়ালি যুক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, এটি অত্যন্ত গর্বের বিষয় যে এই বছর ইসলামী বিশ্ববিদ্যালয় তার ইতিহাসে প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছে। এই সম্মেলন আমাদের শিক্ষা যাত্রায় একটি মাইলফলক হিসেবে চিহ্নিত, যা বিজ্ঞান ও প্রযুক্তিতে গবেষণা, উদ্ভাবন এবং বৈশ্বিক সহযোগিতার পরামর্শ দেওয়ার প্রতি আমাদের বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারের প্রতীক। এই অর্জন বিশ্বব্যাপী সম্পৃক্ততা এবং একাডেমিক মান প্রদর্শন করে। 

তিনি আরও বলেন, এ বছর ভবিষ্যত বিশ্বের জন্য ডিজিটাল প্রযুক্তির উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং এবং কম্পিউটিং নেটওয়ার্ক সুরক্ষার মতো বিভিন্ন শাখার পণ্ডিত এবং অংশগ্রহণকারীদের একত্রিত করবে। এই সম্মেলন আয়োজনের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ল্যাবরেটরি, আইসিটি বিভাগ এবং আইইইই কম্পিউটার সোসাইটি, বাংলাদেশ চ্যাপ্টারকে আমি ধন্যবাদ জানাই। এই সম্মেলন নিঃসন্দেহে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত যাত্রায় ঐতিহাসিক অংশ হিসেবে বিবেচিত হবে। 

উল্লেখ্য, এ ঐতিহাসিক আন্তর্জাতিক ইভেন্টের মূল টেকনিক্যাল পার্টনার হিসেবে সাথে ছিলো আইইইই ইসলামী বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ। ‘IEEE COMPAS ২০২৫’ ইসলামী বিশ্ববিদ্যালয়ের গবেষণা এবং উদ্ভাবনী যাত্রায় একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দাঁড়িয়ে থাকবে, যা শিক্ষাবিদ, গবেষক এবং প্রযুক্তিবিদদের জ্ঞান এবং আবিষ্কারের সীমানা ছাড়িয়ে যেতে অনুপ্রাণিত করে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

আন্তর্জাতিক বেসরকারি সংস্থায় চাকরি, আবেদন স্নাতক পাসেই
  • ১২ জানুয়ারি ২০২৬
জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ফের আবেদনের সুযোগ
  • ১২ জানুয়ারি ২০২৬
ট্রেনের শেষ বগি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রথমবারের মতো ৮০ আসনে ভর্তি নেবে নওগাঁ বিশ্ববিদ্যালয়, শর্ত…
  • ১২ জানুয়ারি ২০২৬
ইসরায়েল স্বীকৃত 'সোমালিল্যান্ডকে' প্রত্যাখান বাংলাদেশের
  • ১২ জানুয়ারি ২০২৬
বায়ুদূষণে ১২৬ নগরীর মধ্যে শীর্ষে ঢাকা
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9