পিআইবির কর্মশালায় বক্তারা
‘ক্যাম্পাস সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের অতন্দ্র প্রহরী’
- কুবি প্রতিনিধি
- প্রকাশ: ০৬ মে ২০১৯, ০৫:৫১ PM , আপডেট: ০৬ মে ২০১৯, ০৫:৫১ PM
‘সাংবাদিকদের সময়ের সাহসী সৈনিক বলা হয়। বিশ্ববিদ্যালয়ের সকল অনিয়মের বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ করছে এ ক্যাম্পাস সাংবাদিকরা। অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছেন তারা। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠনের কাজ চলছে। সকল পর্যায়ের সাংবাদিকরা এই ট্রাস্টের সদস্য হতে পারবেন। এতে সাংবাদিক হিসেবে বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়া যাবে।’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) সদস্যদের নিয়ে তিন দিনব্যাপী ‘সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ’ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।
সোমবার সমিতির সাধারণ সম্পাদক তানভীর সাবিকের উপস্থাপনায় এবং কোর্স সমন্বয়ক ও পিআইবির প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাস রুমে অংশগ্রহণ কারীদের সনদপত্র প্রদানের মাধ্যমে তিন দিনব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।
এসময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান মো. সাদেকুজ্জামান, বাংলাভিশন টেলিভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রুহুল আমীন রুশদ, সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, এবং সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।