রাকসু নির্বাচন, ঘষা দিলেই মুছে যাচ্ছে অমোচনীয় কালি

১৬ অক্টোবর ২০২৫, ১২:৩৩ PM
মুছে যাচ্ছে অমোচনীয় কালি

মুছে যাচ্ছে অমোচনীয় কালি © টিডিসি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোটদারদের আঙুলে দেওয়া অমোচনীয় কালি ঘষা দিলেই সহজেই মুছে যাচ্ছে বলে অভিযোগ করছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোট শুরু হয় এবং ভোট দিয়ে বের হওয়ার কিছুক্ষণ পরেই কালি উঠে যাচ্ছে বলে অভিযোগ করেন অনেক শিক্ষার্থী। 

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভোটকেন্দ্রে সরেজমিনে ঘুরে দেখা যায়, অনেক ভোটারের আঙুলে কালির দাগ প্রায় মুছে গেছে। কারও ক্ষেত্রে আবার তা হালকা ধূসর ছাপের মতো দেখা যাচ্ছে। ঘষা দিলেই কালি উঠে যাচ্ছে। এতে করে আমদানি করা পার্মানেন্ট মার্কারের মান নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাজমুস সাকিব বলেন, আমি সকাল ১০টার দিকে ভোট দিয়েছি। কিছু সময় পর দেখি কালিটা প্রায় উঠে গেছে। এছাড়াও কালিতে একটু হাত দিলেই এটি উঠে আসছে। অথচ এটি তো অমোচনীয় কালি হওয়া উচিত ছিল।

আরও পড়ুন: এইচএসসিতে সবচেয়ে বেশি জিপিএ-৫ ঢাকা বোর্ডে, কম সিলেটে

একই অভিযোগ করেন সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী তাসনিম তানিয়া। তিনি বলেন, ‘অমোচনীয় কালি বলেই তো এটি দেওয়া হয়। কিন্তু মাত্র এক ঘণ্টার মধ্যে পুরোটা হালকা হয়ে গেছে। এখন চাইলেও বোঝা যাচ্ছে না আমি ভোট দিয়েছি কি না।’

নির্বাচন কমিশনার পারভেজ আজহারুল বলেন, ‘কেউ যদি ইচ্ছাকৃতভাবে কালি ঘষে তুলে ফেলে, তাহলে সেখানে আমাদের কোনো দায় নেই। কালি কিছু সময় রাখার পর স্থায়ী হয়ে যায়, তবে সঙ্গে সঙ্গে ঘষা দিলে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে।’

অমোচনীয় কালি সহজেই উঠে যাওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, 'কালি নিয়ে এমন কথা উঠেছে যে এটি উঠে যাচ্ছে। আসলে অনেক দাম দিয়ে বাজারের সর্বোচ্চ মানের কালিই আনা হয়েছে ব্যবহারের জন্য। তবে কেউ যদি লাগানোর সঙ্গে সঙ্গে ঘষাঘষি না করে একটু শুকাতে দেন, তাহলে আশা করা যায় কালি হাত থেকে উঠবে না। আমাদের রেজিস্ট্রার স্যার গতকাল কালি লাগিয়েছিলেন হাতে—আজকে তিনি যতই ঘষছেন, কালি উঠছে না। শিক্ষার্থীদের আইডি কার্ড ও ছবি দেখে চিহ্নিত করা হচ্ছে। কালির বিষয়টি পুরো প্রক্রিয়ার অনেকগুলো ধাপের মধ্যে একটি ধাপ মাত্র। এটি বড় কোনো ইস্যু নয়, তাই এজন্য ভোটের কোনো সমস্যা হবে না।'

জামায়াতের জরুরি বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হলো
  • ১৭ জানুয়ারি ২০২৬
মেয়েকে নিয়ে মায়ের খালে ঝাঁপ, মায়ের বিরুদ্ধে দাদির মামলা
  • ১৭ জানুয়ারি ২০২৬
মধ্যপ্রাচ্যে এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
  • ১৭ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহে স্বাস্থ্য কর্মকর্তা ও এনসিপি নেতার পাল্টাপাল্টি ম…
  • ১৭ জানুয়ারি ২০২৬
রাবির ‘এ’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখুন …
  • ১৭ জানুয়ারি ২০২৬
৭ কলেজ সমস্যা সমাধানে আমার প্রস্তাব
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9