কুবিতে ৪৪ দিনের বন্ধ ঘোষণা
- কুবি প্রতিনিধি
- প্রকাশ: ০২ মে ২০১৯, ০৮:১৯ PM , আপডেট: ০২ মে ২০১৯, ০৮:১৯ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গ্রীষ্মকালীন, শব-ই-ক্বদর, জুমাতুল বিদা এবং ঈদ-উল ফিতর উপলক্ষে ছুটি শুরু হতে যাচ্ছে আগামী রবিবার থেকে। এতে মোট ৪৪ দিন বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম।
বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার সূত্রে জানা যায়, ছুটি আগামী রবিবার (৫ মে) থেকে শুরু হয়ে ১৩ জুন বৃহস্পতিবার পর্যন্ত চলবে। এদিকে প্রশাসনিক ছুটি ৫ মে রবিবার থেকে শুরু হয়ে ৯ মে বৃহস্পতিবার শেষ হবে। তবে ১০ ও ১১ মে শুক্র ও শনিবার হওয়ায় ১২ মে থেকে আবার প্রশাসনিক কাজ শুরু হবে। আবার ২ জুন থেকে ঈদুল ফিতরের ছুটি শুরু হয়ে শেষ হবে ১৩ জুন বৃহস্পতিবার।
এছাড়া ১৪ ও ১৫ জুন শুক্র ও শনিবার হওয়ায় ১৬ জুন রবিবারে বিশ্ববিদ্যালয় খুলবে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল গুলো কতদিন পর্যন্ত খোলা থাকবে সে বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়নি প্রশাসন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ মো. জিয়া উদ্দিন বলেন, ‘হল বন্ধ রাখার বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়নি প্রশাসন। রোজায় কয়েকটি বিভাগে ক্লাস-পরীক্ষা চলবে। শিক্ষার্থীদের সুবিধার্থে যতদিন খোলা রাখা যায় সে বিষয়ের উপর ভিত্তি করে প্রশাসন হল খোলা রাখবে।’