বৃহম্পতিবার জাককানইবিতে ক্যারিয়ার গাইডলাইনমূলক সেমিনার ‘রোডম্যাপ টু সাকসেস’ অনুষ্ঠিত হয়। © টিডিসি
রোটারেক্ট ক্লাব অব জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ও বিকাশ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়েছে ক্যারিয়ার গাইডলাইনমূলক সেমিনার ‘রোডম্যাপ টু সাকসেস’।
বৃহস্পতিবার সকাল ১১টায় লাইব্রেরি ভবনের কনফারেন্স কক্ষে ক্লাবের সাধারণ সম্পাদক সাকিব হোসাইনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সেমিনারটি শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন এবং প্রধান বক্তা ছিলেন বিকাশ লিমিটেডের কমার্শিয়াল বিভাগের ক্লাস্টার হেড মো. খালিদ হোসাইন। অন্যান্য বক্তা ছিলেন বিকাশ লিমিটেডের কমার্শিয়াল বিভাগের রিজিওনাল অফিসার এম এম হাসান মাহমুদ ও অন্যান্য কর্মকর্তারা।
প্রধান বক্তা তার বক্তব্যের শুরুতে নিজের লাইফ জার্নি ও বিকাশ অধ্যায়ের কর্মজীবন নিয়ে কথা বলেন। পরবর্তীতে বিকাশের সবগুলো ওয়ার্কিং সেক্টর যেমন: টেলিকম পেমেন্টস, বিজনেস সেলস, পে রোল বিজনেস, ডিস্ট্রিবিউশন ও রিটেইল বিজনেস, সরকারি ও ইউটিলিটি বিল পেমেন্টস, মার্চেন্ট ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করেন। এছাড়া শিক্ষার্থীদের সিভির ছোট ছোট ভুল থেকে বড় বড় ভুল নিয়ে বিস্তৃত পর্যালোচনা করেন এবং নিজের সিভি নিয়ে নিজেকে আত্মবিশ্বাসী হওয়ার ওপর জোর দেন। শিক্ষার্থীরা যেন বেশি করে নিজের স্পিকিং স্কিল ডেভেলপ করেন সেটির বাস্তবধর্মী উপায় ব্যাখা করেন। উনার ইন্টারভিউ নেওয়ার বিস্তর অভিজ্ঞতা থেকে কীভাবে ভাইভা বোর্ড ক্র্যাক করা যায় সে বিষয়ে কথা বলেন।
এছাড়া বিকাশের নিয়োগ প্রক্রিয়া নিয়েও বিস্তারিত কথা বলেন এবং কো-কারিকুলার অ্যাক্টিভিটিস ও নিজেকে প্রেজেন্ট করার দক্ষতার ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে প্রধান অতিথি বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে এই কাজগুলো আরো বেশি হওয়া দরকার। কিন্তু যেগুলো হওয়ার নয় সেগুলোই বেশি হয়।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাহবুবুর রহমান জনি এবং সহকারী প্রক্টর মো. তরিকুল ইসলাম জনি। আরও উপস্থিত ছিলেন রোটারেক্ট ক্লাবের অ্যাডভাইজার, প্রাক্তন কমিটির সদস্য, রোটারেক্টের বর্তমান সকল পর্যায়ের সদস্যব ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫০ শিক্ষার্থী।
অনুষ্ঠান শেষে রোটারেক্ট ক্লাবের প্রেসিডেন্ট মো. মুকিতুল ইসলাম সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।