জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিএসই পরীক্ষার উত্তরপত্র পুনঃমূল্যায়নের সুযোগ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৬ PM , আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের বিএসসি অনার্স ইন-কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) প্রথমবর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনঃমূল্যায়ন করা যাবে। এ জন্য ১ হাজার ২০০ টাকা ফি দিতে হবে। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো গয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালের বিএসসি অনার্স ইন-কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) প্রথমবর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনঃমূল্যায়নের জন্য ১৭ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে নির্ধারিত ফি ১ হাজার ২০০ টাকা ব্যাংকে জমা দিয়ে আবেদন করা যাবে।
পে-স্লিপ সংগ্রহ ও জমাদানের নিয়মাবলী: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট 103.113.200.36/PAMS/ ICTUnit/Re-scruting.aspx থেকে অনলাইনে আবেদন ফরম পূরন করে পে-স্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যেকোন শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে।
আরও পড়ুন: সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় হওয়ার পর ৭ কলেজের ১৪০০ বিসিএস ক্যাডারের ভবিষ্যৎ কী?
ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ, রকেট, নগদ, টেপ অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন আমেরিকামন এক্সপ্রেস, ভিসা, ডিবিবিএল নেক্সাস, মাস্টারকার্ড অথবা সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবেন।
নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফরম পূরণ করা, পে-স্লিপ ডাউনলোড করা এবং টাকা জমা দেয়া যাবে না। ব্যাংকে প্রচলিত অন্য কোন ফরমে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোন প্রকার উদ্ভুত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ফি জমাদানের সঙ্গে সঙ্গে আবেদন প্রক্রিয়া শেষ হবে। আবেদনের কপি বা পে-স্লিপের কপি বিশ্ববিদ্যালয় পাঠানোর প্রয়োজন নেই বলে জানানো হয়েছে।