জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ফাইনাল পরীক্ষায় নতুন বিষয় সংযোজন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩১ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার সময়সূচিতে নতুন একটি বিষয় যুক্ত করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯ আগস্ট প্রকাশিত সময়সূচির সঙ্গে ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য পরীক্ষায় গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান (বিষয় কোড–১৩৩৮০৩) সংযুক্ত হয়েছে। ওই দিন দুপুর ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ পত্রের পরীক্ষায় মোট চারটি বিষয় থাকবে। বিষয়গুলো হলো রসায়ন (বিষয় কোড–১৩২৮০৩), ভূগোল ও পরিবেশ (বিষয় কোড–১৩৩২০৩), গার্হস্থ্য অর্থনীতি (বিষয় কোড–১৩৩৫০৩) এবং নতুনভাবে যুক্ত হওয়া গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান (বিষয় কোড–১৩৩৮০৩)। পরীক্ষার কোড অপরিবর্তিত থাকছে ১১০৩।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পূর্বঘোষিত সময়সূচির অন্যান্য তারিখ, সময় এবং বিষয় কোডে কোনো পরিবর্তন আনা হয়নি। একই সঙ্গে পরীক্ষার্থীদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ([www.nu.ac.bd](http://www.nu.ac.bd)) ছাড়া অন্য কোনো সূত্র থেকে তথ্য না নেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।