জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় রিলিজ স্লিপ কবে— যা জানা গেল

১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৬ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি কার্যক্রমের দ্বিতীয় রিলিজ স্লিপে অনলাইন আবেদন পূজার ছুটির আগেই অর্থ্যাৎ আগামী ২৬ সেপ্টেম্বর মধ্যে শুরু হতে পারে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত ডিন ড. মো. আশেক কবির চৌধুরী।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান তিনি। 

ড. মো. আশেক কবির চৌধুরী বলেন, ‘১ম রিলিজ স্লিপের আবেদন শেষ হলে দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন শুরু করা হবে। তবে আমরা পরিকল্পনা করছি পূজার ছুটিতে যাওয়ার আগেই দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন শুরু করার।’

তিনি আরও বলেন, ‘অক্টোবর মাসের ভিতর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সম্পূর্ণ ভর্তি পক্রিয়া শেষ করব আমরা।’

এর আগে, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপে ফল সোমবার বিকেল চারটায় প্রকাশিত হয়েছে। এ পর্যায়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ ও এর প্রিন্ট/পিডিএফ কপি সংগ্রহ ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত করতে পারবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পর্যায়ে আবেদন করতে পারবে তারা, যারা ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৩৫ নম্বর পেলেও মেধাতালিকায় স্থান পায়নি, মেধাতালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি অথবা প্রথম/দ্বিতীয়/কোটার মেধাতালিকায় ভর্তি হয়ে পরবর্তী সময়ে ভর্তি বাতিল করেছে।

এক্ষেত্রে আবেদনকারীরা সর্বোচ্চ পাঁচটি কলেজে তাদের পছন্দক্রমে আবেদন করতে পারবেন। আবেদন করতে হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে Applicant Login অপশনের মাধ্যমে লগইন করে কলেজ ও বিষয় নির্বাচন করতে হবে। প্রতিটি কলেজের শূন্য আসন তালিকা দেখে শিক্ষার্থীরা যোগ্য বিষয় বেছে নিতে পারবে।

আবেদন ফরম পূরণের পর তা ডাউনলোড করে প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহ করা যাবে। তবে এ ফরম কোনো কলেজে জমা দিতে হবে না এবং কোনো ফি প্রদান করতে হবে না। একইভাবে কলেজ কর্তৃক আবেদন নিশ্চয়ন করারও প্রয়োজন নেই।

তবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যারা ইতোমধ্যে প্রথম/দ্বিতীয়/কোটায় ভর্তি হয়েছে, তারা রিলিজ স্লিপে আবেদন করতে চাইলে অবশ্যই আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করতে হবে।

ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের Prospectus (Honours) এবং Important Notice অপশন থেকে জানা যাবে।

রাবি ভর্তি পরীক্ষায় ‘ডিপসিক’ এআই দিয়ে জালিয়াতি, আটক ১
  • ১৬ জানুয়ারি ২০২৬
রিলেশনশিপ অফিসার নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদন শেষ ২…
  • ১৬ জানুয়ারি ২০২৬
উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ছয়
  • ১৬ জানুয়ারি ২০২৬
৩১ জানুয়ারির মধ্যে পে স্কেল বাস্তবায়ন না হলে আত্মহনন কর্মসূ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
পরিচালক নাজমুল শোকজের জবাব না দিলে যা করবে বিসিবি
  • ১৬ জানুয়ারি ২০২৬
ওয়ালটন নেবে বিজনেস এক্সপানশন অফিসার, পদ ১০, আবেদন শেষ ২৩ জ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9