কলেজ পর্যায়ে আইসিটি কোর্স পাঠদানের তথ্য দিতে হবে ২২ সেপ্টেম্বরের মধ্যে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রোগ্রামে পাঠদানকারী অধিভুক্ত কলেজগুলোর জন্য আইসিটি কোর্স পাঠদানের তথ্য সংগ্রহে গুগল ফর্ম চালু করা হয়েছে। তথ্য প্রদানের শেষ তারিখ আগামী ২২ সেপ্টেম্বর।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কলেজ কর্তৃপক্ষকে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে তথ্য জমা দিতে হবে। তথ্য প্রদানের শেষ তারিখ আগামী ২২ সেপ্টেম্বর ২০২৫। এজন্য কলেজগুলোকে গুগল ফর্মের নির্দিষ্ট লিংক https://forms.gle/3eU7tc13zxgDMPps8 ব্যবহার করতে হবে অথবা QR কোড স্ক্যানের মাধ্যমে তথ্য প্রদান করতে হবে।
বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়সীমার মধ্যে তথ্য জমা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন ড. এ এইচ এম রুহুল কুদ্দুস।