ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচনের আল্টিমেটাম, শিক্ষা উপদেষ্টার কাছে চিঠি অধ্যক্ষের

১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৪ PM
ঢাকা কলেজ

ঢাকা কলেজ © সংগৃহীত

ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। আগামী ১০ কার্যদিবসের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য শিক্ষার্থীদের স্বাক্ষরলিপি ও আবেদন শিক্ষা উপদেষ্টা বরাবর পাঠিয়েছেন কলেজ অধ্যক্ষ। সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত পাঠানো চিঠি থেকে তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, আগামী ১০ কার্যদিবসের মধ্যে ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার শিক্ষার্থীদের দাবির স্বব্যাখ্যাত আবেদনপত্র আপনার অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এতসঙ্গে প্রেরণ করা হলো। এছাড়া শিক্ষা উপদেষ্টার বরাবর পাঠানো চিঠির সঙ্গে শিক্ষার্থীদের আবেদন ও স্বাক্ষরলিপি পাঠানো হয়েছে।

এদিকে আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আগামী ২২ সেপ্টেম্বর থেকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে চার ঘণ্টার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২ টায় ঢাকা কলেজের নতুন একাডেমিক ভবনের নিচে এক জরুরি সংবাদ সম্মেলন এ কর্মসূচির ঘোষণা দেন তারা।

লিখিত বক্তব্যে রোমান জাবির বলেন, ঢাকা কলেজ এই উপমহাদেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। এখানকার ছাত্রসমাজ বরাবরই গণতান্ত্রিক আন্দোলন, মুক্তির সংগ্রাম এবং অধিকার আদায়ের ইতিহাসে অগ্রণী ভূমিকা রেখেছে। একইসঙ্গে জুলাই অভ্যুত্থানেও ঢাকা কলেজের ছাত্ররা সায়েন্স ল্যাবে তৈরি করেছিল প্রতিরোধের ব্যারিকেড। আজ সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। কিন্তু ঢাকা কলেজের মতো এতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানেও ছাত্র সংসদ নিয়ে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।”

ছাত্র সংসদ হলো শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা ও নেতৃত্ব বিকাশের প্রধান প্ল্যাটফর্ম উল্লেখ করে তিনি বলেন, ছাত্র সংসদের মাধ্যমে শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করতে শেখেন, নিজেদের প্রতিনিধি নির্বাচন করেন এবং যৌথভাবে ক্যাম্পাসের সমস্যা সমাধান ও উন্নয়নে ভূমিকা রাখেন। পাশাপাশি চব্বিশের গণঅভ্যুত্থানের যে বিজয় আমরা অর্জন করেছি, তার স্থায়ী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে ছাত্র সংসদের নিয়মিত কার্যক্রম অত্যন্ত জরুরি।

ঢাকা কলেজে শিক্ষার্থীদের বিভিন্ন সংকটের কথা উল্লেখ করে এহসান জুবায়ের বলেন, ঢাকা কলেজে পর্যাপ্ত আবাসন ও হলের ব্যবস্থা, ডাইনিংয়ে সুলভ ও মানসম্মত খাবার নিশ্চিত করা এবং নিরাপদ ও সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে হবে। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের এই মৌলিক সমস্যা সমাধানে সংগঠিতভাবে প্রশাসনের কাছে দাবি উত্থাপন করতে পারবে। এর মাধ্যমেই ছাত্র সংসদ শিক্ষার্থীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন করতে মূল ভূমিকা রাখতে পারে”।

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন-সর্বোচ্চ বেতন …
  • ১৯ জানুয়ারি ২০২৬
স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে নিহত ২১
  • ১৯ জানুয়ারি ২০২৬
সোসিয়েদাদের কাছে হেরে লা লিগা জমিয়ে তুলল বার্সালোনা
  • ১৯ জানুয়ারি ২০২৬
নাটকীয় জয়ে আফ্রিকান নেশন্স কাপ জিতল সেনেগাল
  • ১৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের চলন্ত গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সেঁটে পালাল মোটরস…
  • ১৯ জানুয়ারি ২০২৬
ইউপি সচিবের বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9