বেরোবি ছাত্র সংসদের গঠনতন্ত্র নিয়ে ঢাকায় বৈঠক, গেজেট হলে অক্টোবরে নির্বাচন

২২ আগস্ট ২০২৫, ১১:৫৫ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০৫:৫৩ PM
বেরোবি ছাত্র সংসদ নির্বাচন নিয়ে গঠিত কমিটির বৈঠক

বেরোবি ছাত্র সংসদ নির্বাচন নিয়ে গঠিত কমিটির বৈঠক © সংগৃহীত

শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলন ও অনশনের পর তাদের দাবির পরিপ্রেক্ষিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) উদ্যোগী হয়েছে। ইতিমধ্যে অনেক অগ্রগতিও হয়েছে জানিয়ে গেজেট হলে অক্টোবরেই নির্বাচনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন উপাচার্য ড. মো. শওকাত আলী। 

ব্রাকসু গঠনের খসড়া গঠনতন্ত্র পরীক্ষা ও অনুমোদনের জন্য গঠিত কমিটি বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকায় বৈঠক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান। ইউজিসির সদস্য ও গঠিত কমিটির আহবায়ক অধ্যাপক ড. তানজীমউদ্দিন খান এতে সভাপতিত্ব করেন।

এ সময় উপস্থিত ছিলেন বেরোবির সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামানিক, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, ইউজিসির পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান, উপসচিব (লিগ্যাল) নূরনাহার বেগম শিউলী এবং সিনিয়র সহকারী সচিব (লিগ্যাল) শেখ আনিসুজ্জামান।

আরও পড়ুন: ইকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে কর্মসূচি, ধারাবাহিক আন্দোলনের হুঁশিয়ারি

বেরোবির উপাচার্য ড. মো. শওকাত আলী বলেন, ‘ছাত্র সংসদ নিয়ে সংবিধি পরীক্ষা ও চূড়ান্তকরণের লক্ষ্যে ইউজিসি দ্রুততম সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে। আমরা সম্ভাব্য একটি রোডম্যাপ তৈরি করেছি। আগামী ৩০ অক্টোবরের মধ্যে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। ২৬ থেকে ৩০ অক্টোবরের মধ্যে যেকোনো একদিন ভোটগ্রহণ হতে পারে।’

উপাচার্য আরও বলেন, ‘গেজেট প্রকাশের পরই চূড়ান্ত তফসিল ঘোষণা করা হবে। সরকার গেজেট প্রকাশ মাত্রই প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নির্বাচনের পথে এগিয়ে যাওয়া হবে।’

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9