অধ্যাদেশসহ চলমান শিক্ষার্থীদের নতুন বিশ্ববিদ্যালয়ের সনদের দাবি, কাল বিক্ষোভ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাত কলেজের লোগো
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাত কলেজের লোগো   © টিডিসি সম্পাদিত

রাজধানীর সরকারি সাত কলেজকে নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ প্রকাশের দাবিতে বুধবার (৬ আগস্ট) সায়েন্সল্যাব এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এসময় তারা চলমান ব্যাচের শিক্ষার্থীদের নতুন বিশ্ববিদ্যালয় সনদ প্রদান করার দাবিও জানান। আজ মঙ্গলবার (৫ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারির জন্য সরকারকে একাধিকবার আল্টিমেটাম দিয়েছিলাম। সর্বশেষ ইউজিসিতে বসে অধ্যাদেশের জন্য রাষ্ট্রকে ৫ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিই। কিন্তু আমাদের হতাশ করে কর্তৃপক্ষ সেপ্টেম্বরে অধ্যাদেশ দেবে বলে গতকাল সংবাদ সম্মেলনে জানিয়েছে। 

এ কালক্ষেপণের প্রতিবাদে আগামীকাল শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালিত হবে বলে জানান তারা। 

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের সদস্য আব্দুর রহমান বলেন, আমরা বারবার বলেছি শিক্ষা সিন্ডিকেটের কোন ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। আমরা স্বতন্ত্র পরিচয়ের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছি। আমাদের উপর চাপিয়ে দেওয়া অনিয়মের বিরুদ্ধে আমাদের এই অবস্থান। সরকার যখন নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ প্রণয়নের কাজ শুরু করেছে, তখন তা নির্ধারিত সময়ের মধ্যেই বাস্তবায়ন করতে হবে।

আরও পড়ুন: ক্লাস চলবে ৪০% অনলাইন ও ৬০% অফলাইনে, সাবজেক্ট বদলানো যাবে ৩য় বর্ষে

তিনি আরও বলেন, আমরা সবাই মিলে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখছি, এবং সেই স্বপ্ন এখন বাস্তবের দোরগোড়ায়। শুধু একটু ধৈর্য আর ঐক্য দরকার। সেজন্য আমরা এই কর্মসূচি পালন করতে চাইছি।

কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী জাকারিয়া বারী সাগর বলেন, বিগত সময়ে কলেজ থেকে যে সকল প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে, সেসকল প্রতিষ্ঠানের চলমান ব্যাচের শিক্ষার্থীদের সনদ নতুন বিশ্ববিদ্যালয় প্রদান করেছিল। এখানে তাই করতে হবে। এই বিষয়ে কোনো আইনি বাঁধা থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেই বাঁধা কাটানোর জন্য যা যা করণীয়, তাই করতে হবে।

আমাদের দাবিগুলো হলো- দ্রুত সময়ের মধ্যে অধ্যাদেশ জারি করে ভিসি-রেজিস্ট্রারসহ গুরুত্বপূর্ণ পদে জনবল নিয়োগ দিতে হবে; অধ্যাদেশ জারির পর নিয়মিত শিক্ষার্থীদের সনদসহ যাবতীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।


সর্বশেষ সংবাদ