এবার কী বাজেট পাচ্ছে সাত কলেজের প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’?

সাত কলেজের লোগো
সাত কলেজের লোগো  © সংগৃহীত

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের লক্ষ্যে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটি। এদিকে ভর্তি পরীক্ষা নিয়ে ইউজিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করছে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন প্রশাসন। তারা বলছেন, আগামী আগস্ট ও সেপ্টেম্বরে ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। তবে এখনই বাজেটসংক্রান্ত কোনো বিষয়ে অগ্রগতি নেই বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) একাধিক সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় হিসেবে প্রজ্ঞাপন জারি না হওয়ায় এ বছর এখনো ইউজিসি থেকে কোনো বাজেট পাচ্ছে না।

বাজেটের বিষয়ে ইউজিসির একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, ‘প্রথমে বিশ্ববিদ্যালয়ের জন্য একটি আইন হবে। আইন হওয়ার পর সেটি গেজেট আকারে প্রকাশ করা হবে। গেজেট হওয়ার পর সেটি অর্থ মন্ত্রণালয়ে যাবে। অর্থ মন্ত্রণালয় থেকে এই বিশ্ববিদ্যালয়ের জন্য একটি কোড সৃষ্টি করা হবে। কোড সৃষ্টির পর বিশ্ববিদ্যালয়ের জন্য বাজেট নির্ধারিত হবে। এটাই বাজেট প্রাপ্তির প্রক্রিয়া। অর্থাৎ আগে আইন ও অধ্যাদেশ হতে হবে।’

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় গঠন নিয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটি। তবে এখনো কাজের তেমন অগ্রগতি সম্পর্কে কিছু জানা যায়নি। প্রস্তাবিত মডেলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সম্ভব কি না, সেটি নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ।

সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ‘আমাদের কলেজগুলোতে বেসরকারি কর্মচারী প্রায় ৭০ শতাংশ। তাদের বেতন হয় শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত বিভিন্ন ফি থেকে। শিক্ষকদের বেতন দিয়ে থাকে মন্ত্রণালয়। এই জায়গা থেকে আমরা ইউজিসির কাছে তাদের জন্য আলাদা বাজেট চেয়েছি। এখন ইউজিসি মন্ত্রণালয়ে বাজেটের জন্য প্রস্তাব পাঠাবে।’

এদিকে বিশ্ববিদ্যালয় গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে। তবে এখনো কোনো প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়নি বলে জানা গেছে। ফলে এ বছর প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বাজেট পাবে না বলেই ধারণা করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ