জুলাই-আগস্ট বিপ্লব আগামী দিনের চলার পথের পথনির্দেশিকা: ইবি উপাচার্য
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০১:৩৯ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ০৬:২৯ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, জুলাই-আগস্ট বিপ্লব আমাদের আগামী দিনের চলার পথের পথনির্দেশিকা। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে সোমবার (৪ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের নিচে জুলাই আন্দোলনের ডকুমেন্টারি প্রদর্শনী উদ্বোধনের পর উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এসব কথা বলেন।
তিনি বলেছেন, ফ্যাসিস্ট স্বৈরাচারকে উৎপাটিত করার জন্য জুলাই-আগস্ট বিপ্লবে সারা বাংলাদেশের অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ আমাদের দেশের ছাত্র জনতা কী বীরত্বপূর্ণ অবদান রেখেছে তা আজীবনকাল এ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেখতে পারবে। এটি আমাদের অস্তিত্ব, আমাদের আদর্শ, আমাদের প্রেরণা।
তিনি আরও বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে সুন্দর বাংলাদেশ গড়বো। ফ্যাসিবাদকে আর কখনো ফিরে আসতে দেবো না। তিনি আশা প্রকাশ করে বলেন, নির্বাচিত গণতান্ত্রিক সরকারের মাধ্যমে বাংলাদেশ শাসিত হবে। সুখী-সমৃদ্ধ, বৈষম্যবিরোধী সমাজ বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। এই ভিশন নিয়ে সামনের দিকে অগ্রসর হতে ভাইস চ্যান্সেলর শিক্ষক-ছাত্র সহ বিশ্ববিদ্যালয়ের সকলের প্রতি আহ্বান জানান।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ এমতাজ হোসেন, জুলাই ৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ.কে.এম. শামছুল হক ছিদ্দিকী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ রবিউল হক, প্রক্টর অধ্যাপক ড. মোঃ শাহীনুজ্জামান, অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান, অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান, অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. মোঃ আব্দুল বারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট প্রমুখ। সঞ্চালনায় ছিলেন অধ্যাপক মোঃ নাসির উদ্দিন খান।