জাতীয় সিম্পোজিয়ামে নর্দান ইউনিভার্সিটির চার গবেষণাপত্র উপস্থাপন  

গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের
গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের  © সংগৃহীত

জাতীয় সিম্পোজিয়ামে অংশগ্রহণ করে গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) ইংরেজি বিভাগ। সদ্যপ্রয়াত আফ্রিকান সাহিত্যিক ও চিন্তাবিদ নুগুগি ওয়া থিয়োং’ও-এর জীবন, সাহিত্য ও ভাষার স্বাধীনতা বিষয়ক এই সিম্পোজিয়ামে এনইউবি চারটি গবেষণাপত্র উপস্থাপন করে বিশ্ববিদ্যালয়টি।

বৃহস্পতিবার (১ আগস্ট) জাতীয় সিম্পোজিয়ামের আয়োজন করে ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর ইংরেজি ও মানবিক অনুষদ।

নর্দান ইউনিভার্সিটি কর্তৃক উপস্থাপিত গবেষণাপত্রগুলোর মধ্যে রয়েছে—

 ১. “From Colonized Feed to Enslaved Mind” শীর্ষক গবেষণা। যেখানে তরুণ প্রজন্মের সাংস্কৃতিক পরিচয় সংকট ও সামাজিক যোগাযোগমাধ্যমে ইংরেজি ভাষার আধিপত্য বিশ্লেষণ করা হয়েছে। এটি উপস্থাপনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. আবু জোবায়ের ও মো. মেহেদী হাসান

২. “Reclaiming Indigenous Rights on Sacred Land” শীর্ষক গবেষণায় আদিবাসী অধিকার ও উপনিবেশবিরোধী সাহিত্য নিয়ে আলোচনা করা হয়। উপস্থাপনা করেন সিনিয়র প্রভাষক ফাহমিদা হক মীম।

৩.  “Silenced Resistance of Palestine and Bangladesh” শীর্ষক গবেষণায় নিও-কলোনিয়াল (নতুন উপনিবেশবাদী) সেন্সরশিপ ও ভাষাগত স্বাধীনতার লড়াই তুলে ধরা হয়। নাফিসা নাহরিন আফরা এ গবেষণা তুলে ধরেন।

৪. “Digital Colonialism and Linguistic Resistance” শীর্ষক গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ভাষার দখল ও প্রতিরোধ ব্যাখ্যা করা হয়। যেটি বিশ্ববিদ্যালয়ের এমএ শিক্ষার্থী সুমন সিকদার উপস্থাপনা করে।

এ গবেষণাপত্রগুলোতে আধুনিক বিশ্বে ভাষার রাজনীতি, তরুণদের সাংস্কৃতিক সংকট, আদিবাসী অধিকার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে উপনিবেশবাদের নতুন রূপ—এসব বিষয় স্পষ্টভাবে বিশ্লেষণ করা হয়েছে।

আয়োজনে এনইউবি ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ উচ্চশিক্ষা ও গবেষণার উৎকর্ষতায় একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে।


সর্বশেষ সংবাদ