নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আন্ডারগ্র্যাজুয়েট ‘ল’ সিম্পোজিয়াম স্প্রিং অনুষ্ঠিত

২২ মে ২০২৫, ০৯:১১ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ০১:১৯ AM
আন্ডারগ্র্যাজুয়েট ‘ল’ সিম্পোজিয়াম স্প্রিং ২০২৫

আন্ডারগ্র্যাজুয়েট ‘ল’ সিম্পোজিয়াম স্প্রিং ২০২৫ © সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) আইন বিভাগে ‘আন্ডারগ্র্যাজুয়েট ‘ল’ সিম্পোজিয়াম স্প্রিং ২০২৫’ এর আয়োজন করেছে। আজ বৃহস্পতিবার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

২০২১ সাল থেকে প্রতি সেমিস্টারে নিয়মিতভাবে আয়োজিত হয়ে আসছে এ সিম্পোজিয়াম, যা তরুণ আইন শিক্ষার্থীদের গবেষণার প্রতি উৎসাহত প্রদানের সাথে আইনের বিশ্লেষণী সক্ষমতা বিকাশে ভূমিকা রেখে আসছে। এ সেমিস্টারের সিম্পোজিয়ামে ৪৫টি গবেষণাপত্রের মধ্য থেকে মোট ১৪টি উপস্থাপনার জন্য নির্বাচিত হয়। উপস্থাপনার পর প্রশ্নোত্তর পর্বে বিচারকবৃন্দ তরুণ এ গবেষকদের গবেষণা পত্র সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করেন। 

সিম্পোজিয়ামের আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক আবদুর রব খান। এছাড়াও আইন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আইন বিভাগের চেয়ারম্যান ড. ইশতিয়াক আহমেদ তার উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘গবেষণাভিত্তিক শিক্ষাপদ্ধতি শিক্ষার্থীদের মধ্যে স্বাধীন চিন্তা, আইনগত বিশ্লেষণ ও সমস্যা সমাধানের সক্ষমতা গড়ে তোলে। সিম্পোজিয়ামের মাধ্যমে শিক্ষার্থীরা আইন শিক্ষার খুব প্রাথমিক পর্যায়েই তাদের গবেষণার দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে।’ 

মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. রিজওয়ানুল ইসলাম স্বাগত বক্তব্যে বলেন, “শিক্ষাজীবনের শুরু থেকেই গবেষণায় অংশগ্রহণের সুযোগ শিক্ষার্থীদের জন্য জ্ঞানের একটি সুদৃঢ় ভিত্তি নির্মাণে সহায়তা করে। গবেষণায় সম্পৃক্ততা শিক্ষার্থীদের জ্ঞানের গভীরতা বৃদ্ধি করবে যা তাদের একাডেমিক ও পেশাগত বিকাশের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ।’ 

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. সিনথিয়া ফরিদ, ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক মাইমুনা সৈয়দ আহমেদ এবং ফেনী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান সাখাওয়াত সাজ্জাদ সেজান। 

সিম্পোজিয়ামে বিজয়ী নির্বাচিত হন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর শিক্ষার্থী ইব্রাহিম খলিলুল্লাহ। প্রথম রানারআপ ও দ্বিতীয় রানারআপ হিসেবে নির্বাচিত হন যথাক্রমে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী বশিরুল ইসলাম বিহঙ্গ ও মো. মঈন হোসেন অর্চি।

এনএসইউ’র কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান করেন, “সিম্পোজিয়ামের মতো প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের কেবল নিজস্ব গবেষণা উপস্থাপনের সুযোগই দেয় না, বরং সহপাঠীদের কাজ পর্যালোচনার মাধ্যমে একে অপরের সঙ্গে আইনি জ্ঞানের আদান-প্রদান ও আলোচনা করার ক্ষেত্রও তৈরি করে।’ 

বক্তব্যের শেষে তিনি তরুণ গবেষকদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

সিম্পোজিয়ামের বিচারক ড. সিনথিয়া ফরিদ বলেন, এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা যে গভীর চিন্তা ও বিশ্লেষণ তুলে ধরেছেন তা অত্যন্ত প্রশংসনীয়। তারা কেবল আইনকে ব্যাখ্যা করেননি, বরং আইনকে নতুনভাবে ভাবতে এবং গঠন করতে আমাদের উদ্বুদ্ধ করেছেন। এটি প্রমাণ করে যে তরুণ প্রজন্ম আইনকে কেবল পুথিগত বিদ্যা হিসেবেই চর্চা করছেন না, বাস্তব এবং প্রায়োগিক শক্তি হিসেবে আইনকে বিচার করছেন। 

সিম্পোজিয়ামের আরেক বিচারক সাখাওয়াত সাজ্জাদ সেজান তরুণ গবেষকদের এই সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং প্রতিটি উপস্থাপনার ওপর বিস্তারিত মন্তব্য ও গঠনমূলক প্রতিক্রিয়া প্রদান করেছেন। 

ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাইমুনা সৈয়দ আহমেদ বলেন, তরুণ গবেষকেরা যেসব নতুন ও ব্যতিক্রমধর্মী বিষয়ের ওপর আলোকপাত করেছেন, তা এই প্রতিযোগিতার মানকে আরও সমৃদ্ধ করেছে। গবেষণার শুরুতেই এ ধরনের দৃষ্টিভঙ্গি সত্যিই অনুপ্রেরণাদায়ক। 

সমাপনী বক্তব্যে নর্থ সাউথ ইউনিভার্সিটির জ্যেষ্ঠ প্রভাষক মো লোকমান হোসাইন সিম্পোজিয়ামের সাথে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান। নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগ প্রতিটি সেমিস্টারে ল’ সিম্পোজিয়ামের আয়োজন করে থাকে। শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শকবৃন্দ এ ধরনের গবেষণা-ভিত্তিক কার্যক্রম আরও বেশি আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন। 

 

বৃহত্তর স্বার্থে বয়কট পুনর্বিবেচনা ক্রিকেটারদের, শর্তসাপেক্…
  • ১৫ জানুয়ারি ২০২৬
জামায়াত জোটের সংবাদ সম্মেলনে আসছে না ইসলামী আন্দোলন
  • ১৫ জানুয়ারি ২০২৬
বুয়েটে ‘ফ্রন্টিয়ারস ইন সায়েন্স’ শীর্ষক ২য় আন্তর্জাতিক সম্মে…
  • ১৫ জানুয়ারি ২০২৬
হিট অফিসার বুশরাকে দুদকের জিজ্ঞাসাবাদ, নেপথ্যে কী
  • ১৫ জানুয়ারি ২০২৬
পথিকৃৎ থেকে অনুকরণীয় এক মডেল বিশ্ববিদ্যালয়
  • ১৫ জানুয়ারি ২০২৬
দুই বছরের মুনাফা পাবেন না সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9