ববিতে স্নাতক ১ম বর্ষের ক্লাস শুরু ১১ আগস্ট, ভর্তি ফি প্রায় ১৫ হাজার টাকা

বরিশাল বিশ্ববিদ্যালয়, লোগো
বরিশাল বিশ্ববিদ্যালয়, লোগো  © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি ফি ১৫ হাজার একশ পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে প্রাথমিক ভর্তি নিশ্চায়নে ৫ হাজার টাকা ব্যতীত অবশিষ্ট ১০ হাজার একশত পঞ্চাশ টাকা দিয়ে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে শিক্ষার্থীদের। ক্লাস শুরু হবে আগামী ১১ আগস্ট থেকে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) মূল ভর্তি কমিটির সদস্য-সচিব ও বিশ্ববিদ্যালয়ের (অতিরিক্ত দায়িত্ব) রেজিস্ট্রার অধ্যাপক মো. মুহসিন উদ্দীনের স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

এ ছাড়াও সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক নির্ধারিত ল্যাব ফি ও বিভাগ উন্নয়ন ফি যুক্ত হবে। ভর্তি ফি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচ তলায় সোনালী ব্যাংক বরিশাল বিশ্ববিদ্যালয় শাখায় সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে জমা দিতে হবে।

নোটিশে আরো বলা হয়, আগামী ৩, ৪, ৬ ও ৭ জুলাইয়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং নির্ধারিত সময়সীমার মধ্যে কোনো শিক্ষার্থী ভর্তি হতে ব্যর্থ হলে তার মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।

নোটিশের নির্দেশনায় বলা হয়, ভর্তির জন্য শিক্ষার্থী প্রথমে তার গুচ্ছ ভর্তি পরীক্ষার কক্ষ পরিদর্শকের স্বাক্ষর সম্বলিত মূল প্রবেশপত্র এবং এসএসসি ও এইচএসসির পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট নিয়ে ডিন অফিস থেকে ভর্তি ফরম ও পে-স্লিপ সংগ্রহ করবে। 

উক্ত ভর্তি ফরম ও পে-স্লিপ যথাযথভাবে পূরণ করে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, মূল প্রবেশপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের ফটোকপি, চয়েজ ফরমের প্রিন্টআউটের মূল কপি এবং রক্তের গ্রুপের ল্যাবরেটরি রিপোর্টসহ ফরমের যথাস্থানে এক কপি সাম্প্রতিক তোলা রঙিন ছবি লাগিয়ে এবং আরেক কপি রঙিন ছবি স্ট্যাপলারের মাধ্যমে সংযুক্ত করে ভর্তি ফরম ও পে-স্লিপ সংশ্লিষ্ট ডিন অফিসে জমা দিতে হবে।

দ্বিতীয় পর্যায়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের, ডিন অফিসে ভর্তি ফরম জমা দেয়ার পরে এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদের মূলকপি ও এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্টসহ সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যানের নিকট উপস্থিত হতে হবে।

যে-সকল শিক্ষার্থীরা গুচ্ছভুক্ত অন্য বিশ্ববিদ্যালয়সমূহে তাদের এসএসসি ও এইচএসসি মূল ট্রান্সক্রিপ্টদ্বয় প্রাথমিক ভর্তির সময় জমাদান করেছে তারা ডকুমেন্ট ট্রান্সফারের মাধ্যমে ট্রান্সক্রিপ্টদ্বয় সংগ্রহপূর্বক বরিশাল বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির সময় জমাদান করবে। যারা বরিশাল বিশ্ববিদ্যালয়ে তাদের মূল ট্রান্সক্রিপ্টম্বয় জমাদান করেছে, তারা ট্রান্সক্রিপ্টদ্বয় জমাদানের মূল রসিদ প্রদর্শন করবে এবং ভর্তি ফরমের সাথে এর ফটোকপি জমাদান করবে।

সর্বশেষ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকদের দ্বারা কাগজপত্রের ফটোকপিসমূহ ও মূল কাগজপত্র দেখে যাচাই-বাছাই করে সত্যায়ন করার নির্দেশনা দেয়া হয়। পরবর্তীতে আবেদনপত্র ও পে-স্লিপ বিভাগ থেকে নিয়ে ব্যাংকে ভর্তি ফি জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence