‘পারলে আজই রিপোর্ট দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে উত্তাল ইবি

২৯ জুলাই ২০২৫, ০১:২৪ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ০৫:৩০ PM
স্লোগানে উত্তাল ইবি

স্লোগানে উত্তাল ইবি © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবিতে ফের বিক্ষোভ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় সাজিদের মৃত্যুর তদন্ত রিপোর্ট দিতে না পারলে প্রশাসনকে গদি ছেড়ে দেওয়ার আহবান জানান তারা। মঙ্গলবার (২৯ জুলাই) সাজিদের মৃত্যুর তদন্ত রিপোর্ট জমাদানের দিন হওয়ায় সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এসময় শিক্ষার্থীরা পারলে আজই রিপোর্ট দে, নইলে গদি ছাইড়া দে; আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’; তুমি কে আমি কে, সাজিদ সাজিদ’, প্রশাসনের বিরুদ্ধে, ডাইরেক্ট একশান; প্রশাসনের টালবাহানা, চলবে না চলবে না; আমার ভাই কবরে, প্রশাসন কী করে’; আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে; আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই;  ক্যাম্পাসে লাশ পড়ে, প্রশাসন কী করে’; উই উই ওয়ান্ট, জাস্টিস জাস্টিস’; আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না; বিচার বিচার বিচার চাই, সাজিদ হত্যার বিচার চাই ইত্যাদি স্লোগান দেন। 

শিক্ষার্থীরা জানান, সাজিদ আব্দুল্লাহর মৃত্যুর দীর্ঘদিন পার হয়ে গেলেও আমাদের প্রশাসন এখনো ঘুমন্ত অবস্থায় রয়েছে। সাজিদের লাশ ভেসে ওঠার পরেও সেদিন প্রশাসনের কাউকে পাওয়া যায়নি।  গত শনিবার শিক্ষার্থীদের বেধে দেওয়া সময় শেষ হলেও প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার পর্যন্ত সময় চাওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত আমরা সাজিদের মৃত্যুর ব্যাপারে কোন অগ্রগতি দেখতে পাইনি। প্রশাসনের টালবাহানা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যদি আজকের মধ্যে প্রশাসন পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ না করে তাহলে আরো কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হবো। 

আল কুরআন বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসিরউদ্দিন মিঝি বলেন, ভাইস চ্যান্সেলর গতকাল বিদেশ থেকে এসেই ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন। আজকে আমাকে ডেকেছিলেন, আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়া এবং ক্যাম্পাসের সার্বিক অবস্থা সম্পর্কে তাকে জানিয়েছি। তিনি তদন্ত কমিটির দায়িত্বে যিনি আছেন তাকে ডেকেছেন। আজকে বলতে আজকেই তদন্তের ব্যাপারে শিক্ষার্থীদের জানানো হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, তদন্ত কমিটির কাজ চলমান। ভিসি স্যার তাদের ডেকেছেন, তদন্ত কী অবস্থায় আছে, কোন পর্যায়ে আছে সেসব বিষয়ে তাদের থেকে তদন্তের আপডেট নিয়ে দুপুর ২ টার মধ্যেই শিক্ষার্থীদের সামনে ব্রিফ করা হবে। 

এমপিওভুক্ত হচ্ছেন কারিগরির ৬৪০ শিক্ষক
  • ১৫ জানুয়ারি ২০২৬
এবার পাবনায় তিনটি কুকুরকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ
  • ১৫ জানুয়ারি ২০২৬
জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি বৈঠকে ১০ দলের শীর্ষ নেত…
  • ১৫ জানুয়ারি ২০২৬
মনোনয়ন ফিরে পেলেন জামায়াতের আরও এক প্রার্থী
  • ১৫ জানুয়ারি ২০২৬
পে কমিশন থেকে পদত্যাগ করে যা বললেন অধ্যাপক মাকছুদুর রহমান
  • ১৫ জানুয়ারি ২০২৬
নাজমুল ইসলাম পদত্যাগ করেননি, দাবি আদায়ে অনড় ক্রিকেটাররা
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9