জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার উত্তরপত্র পুনঃমূল্যায়নের আবেদন শুরু ৩০ জুলাই

জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

২০২২ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষার উত্তরপত্র পুনঃমূল্যায়নের আবেদন গ্রহণ শুরু হচ্ছে আগামী ৩০ জুলাই থেকে। আবেদন করা যাবে ১০ আগস্ট ২০২৫ পর্যন্ত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পুনঃমূল্যায়নের জন্য অনলাইনে নির্ধারিত ফি ১২০০ টাকা জমা দিয়ে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণ ও পে-স্লিপ ডাউনলোড করা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েব ঠিকানা 103.113.200.36/PAMS/ICTUnit/Re-scruting.aspx থেকে।

পে-স্লিপ প্রিন্ট করে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় টাকা জমা দেওয়া যাবে। এছাড়া অনলাইনে বিকাশ, রকেট, নগদ, ট্যাপ এবং বিভিন্ন ধরনের কার্ড (Visa, MasterCard, Nexus, AmEx) ব্যবহার করেও ফি পরিশোধ করা যাবে। সোনালী ব্যাংকের হিসাবধারীরাও অনলাইনে সরাসরি ট্রান্সফার করতে পারবেন।

নির্ধারিত সময়ের আগে বা পরে আবেদন গ্রহণযোগ্য হবে না। অন্য কোনো ফরমে টাকা জমা দিলে বা নিয়ম বহির্ভূত পদ্ধতিতে আবেদন করলে, সৃষ্ট জটিলতার দায়ভার বিশ্ববিদ্যালয় নেবে না। আবেদন সম্পন্ন হওয়ার পর বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে কোনো কাগজপত্র পাঠাতে হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ