জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষের ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি
- আরফান আলী
- প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১১:২৮ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১০:৩৩ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৪ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন সময়সূচি অনুযায়ী, অনলাইনে ফরম পূরণ করা যাবে ২৩ জুলাই (বুধবার) থেকে ৩০ জুলাই (বুধবার) পর্যন্ত। শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে ডাটা এন্ট্রি নিশ্চয়ন করা যাবে ৩১ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত। এছাড়া, সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়া যাবে ৩ আগস্ট (রবিবার) থেকে ৪ আগস্ট (সোমবার) পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পূর্বে প্রকাশিত স্মারক নম্বর- জাতীঃ বিঃ/পনি/অনার্স ১ম বর্ষ/২০১০/৩১৩৬/৫৯৩৪, তারিখ ১৭ মে ২০২৫ মোতাবেক ঘোষিত অন্যান্য শর্তাবলি পূর্বের মতোই বহাল থাকবে।