বার্ন ইউনিটের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাঁধনের ‘ব্লাড ডোনেশন ক্যাম্প’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাঁধন কর্তৃক ব্লাড ডোনেশন ক্যাম্প
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাঁধন কর্তৃক ব্লাড ডোনেশন ক্যাম্প  © টিডিসি ফোটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাঁধনের উদ্যোগে বার্ন ইউনিটের সামনে ব্লাড ডোনেশন ক্যাম্প শুরু করেছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো আগুনে পোড়া রোগীদের জরুরি চিকিৎসায় রক্তের প্রয়োজনীয়তা মেটানো। মঙ্গলবার (২২ জুলাই) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে এমন চিত্র দেখা যায়। 

বিশ্ববিদ্যালয়ের বাঁধন থেকে যারা এসেছেন তারা বলেন, যারা রক্ত দিতে আগ্রহী, তাদের রক্ত সংগ্রহ করা হচ্ছে এবং এই রক্ত সংরক্ষণ করা হবে যাতে ইমার্জেন্সি পরিস্থিতিতে তা কাজে লাগানো যায়। এছাড়া, যারা নিজের রক্তের গ্রুপ জানেন না, তাদের জন্যও রক্তের গ্রুপ পরীক্ষা করে তা জানানো হচ্ছে।

আরও পড়ুন: বার্ন ইউনিটের সামনে পোড়া রোগীদের সহায়তা করছেন শিক্ষার্থী শামীম রেজা

বাঁধনের সদস্য ফেরদাউছী বলেন, ‘আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এখানে ছয়জন এসেছি এবং সকাল থেকে কাজ শুরু করেছি। প্রয়োজনে আমাদের এই কার্যক্রম আগামীকালও চলবে। আমরা এখন পর্যন্ত ভালো সাড়া পাচ্ছি এবং আশা করছি, আরও অনেক মানুষ এখানে এসে রক্ত দেবে।’

এদিকে, সেখানে উপস্থিত অনেকেই নিজের ইচ্ছায় এই মানবিক কাজে অংশগ্রহণ করেছেন। ইতিমধ্যে প্রায় অর্ধশতাধিক মানুষের নাম তালিকাভুক্ত করা হয়েছে এবং রক্ত সংগ্রহ করা হয়েছে। ব্লাড ডোনেশন ক্যাম্পটি সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে এবং সবার মধ্যে একে অপরকে সহায়তা করার এক প্রবল আগ্রহ লক্ষ করা গেছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!