জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৭:৪৬ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ০২:৫৬ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে যে, এ পরীক্ষাগুলো আগামী ২৪ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। প্রতিদিনের পরীক্ষা শুরু হবে বেলা ১টা ৩০ মিনিটে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ীই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে অনিবার্য কারণে প্রয়োজনে সময়সূচি পরিবর্তনের অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
এ বিষয়ে পরীক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) এবং নিজ নিজ কলেজের নোটিশ বোর্ড নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।