নবীকে নিয়ে ফেসবুকে কটুক্তির জেরে জবিতে হামলা, আহত ৬
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ০৭ এপ্রিল ২০১৯, ০৭:৪১ PM , আপডেট: ০৭ এপ্রিল ২০১৯, ০৮:৫৪ PM
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী (সা:)-কে নিয়ে কটুক্তির জেরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে আতর্কিত হামলার শিকার হয়েছেন বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। হামলায় আহত হয়েছেন অন্তত ৬ জন। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ছাত্রলীগের কর্মীরা এ হামলার সঙ্গে জড়িত বলে জানা গেছে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ১৩তম ব্যাচের ফরহাদ হোসেন নামের এক শিক্ষার্থী মহানবী (সা:) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি করেন। এরই প্রতিবাদে রবিবার যোহরের নামাজের পরেই প্রতিবাদ মিছিল করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতারা। তাদের মিছিল শেষ হওয়ার পর পরেই বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরা মুক্ত জ্ঞানচর্চা, ক্যাম্পাসে মৌলবাদ ঠেকানোসহ নানা স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে উপাচার্য ভবনের সামনে তারা বক্তব্য দিতে থাকলে তাদের উপর অতর্কিত হামলার করা হয়। এতে আহত হয়েছেন ছাত্র ইউনিয়নের রুহুল আমীন ও তুর্য, ছাত্রফন্টের মুজাহিদ অনিক। তাছাড়া মৃত্তিকা, তিষা ও ফ্লোরা নামের আরও তিন নারীকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
ভিডিও চিত্র ও স্থির চিত্র থেকে দেখা যায়, হামলায় জড়িতরা প্রথমে এসে বাম ছাত্র সংগঠনের নেতাদেরকে শাসাতে থাকেন এবং এখান থেকে চলে যেতে বলেই ‘নাস্তিক’ ‘নাস্তিক’ বলে তাদরে উপর হামলা করেন। হামলা সাথে জড়িতরা হলেন, ছাত্রলীগ কর্মী পদার্থবিজ্ঞান বিভাগের ১২তম ব্যাচের সোহান, বাংলা ১১তম ব্যাচের তৌহিদুর রহমান পিয়াসসহ বেশ কয়েকজন।
হামলার শিকার ছাত্র ইউনিয়নের এক নারী কর্মী বলেন, আমাদের উপর ছাত্রলীগের বেশকিছু কর্মী হামলা করেছে। এতে আমাদের ৩ জন নেতা কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া আমাদের তিনজন নারী শিক্ষার্থীর উপরও হামলা করেছে তারা। হামলার শিকার নারীরা হলেন মৃত্তিকা, তিষা ও ফ্লোরা।
হামলার বিষয়টি নিয়ে জানতে চাইলে জবির ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতা ইমরান বলেন, আমরা হামলায় জড়িত ছিলাম না। কারা করছে জানি না।
এ বিষয়ে জবির সহকারী প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ভিডিও ফুটেজ থেকে আমরা তাদেরকে সনাক্ত করার চেষ্টা করছি। ইতোমধ্যে একজনকে চিহ্নিত করতে পেরেছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।