৫ বছর পর কারামুক্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী

০৭ জুলাই ২০২৫, ১০:১৯ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ১১:২৯ PM
খুলনা কারাগার থেকে দুই শিক্ষার্থীকে মুক্তি দেওয়া হয়

খুলনা কারাগার থেকে দুই শিক্ষার্থীকে মুক্তি দেওয়া হয় © সংগৃহীত

বিস্ফোরক আইনে মামলায় সাজাপ্রাপ্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুই শিক্ষার্থী জামিনে মুক্তি পেয়েছেন। আজ সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় তাদের খুলনা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

এর আগে গত ২৪ জুন উচ্চ আদালতের আদেশে তারা জামিন পান। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর মুক্তির দাবিতে দুজন কারাগারে অনশন করেন।

মুক্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা ডিসিপ্লিনের ১৭তম ব্যাচের শিক্ষার্থী নুর মোহাম্মদ অনিক ও পরিসংখ্যান ডিসিপ্লিনের একই ব্যাচের শিক্ষার্থী মো. মোজাহিদুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে খুলনা জেলা কারাগারের জেলার মনির হুসাইন জানান, ২৪ জুন হাইকোর্টের আদেশে ওই দুই শিক্ষার্থী জামিনপ্রাপ্ত হন। আজ আদেশের কাগজ খুলনা কারাগারে পৌঁছার পর সন্ধ্যায় তাদের মুক্তি দেওয়া হয়। এ সময় খুবির কয়েকজন ছাত্র তাদের নিয়ে যান।

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে পাঁচটি মামলা ছিল। এর মধ্যে খুলনার সোনাডাঙ্গা থানায় বিস্ফোরক আইনে মামলায় দুজনকে ২০ বছরের সাজা দেন আদালত। পরে তারা ওই মামলায় জামিন পান। পাঁচটির মধ্যে চারটিতে তারা জামিনে ছিলেন। বাকি ছিল ময়মনসিংহ কোতোয়ালি থানায় হওয়া সন্ত্রাসবিরোধী মামলা। ওই মামলার কাগজ আজ হাতে পাওয়ার পর তাদের মুক্তি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ জানুয়ারি ওই দুই শিক্ষার্থীকে তুলে নিয়ে যান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ১৭ দিন অজানা স্থানে রেখে তাদের নির্যাতন করা হয়। পরে ২৫ জানুয়ারি তাদের বিস্ফোরক দ্রব্যসহ গ্রেপ্তার দেখায় পুলিশ। ওই দিনই তাদের খুলনার কৃষক লীগ কার্যালয় ও আড়ংঘাটা থানার গাড়ির গ্যারেজে বোমা হামলা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর একে একে তাদের বিরুদ্ধে আরও চারটি মামলা করে পুলিশ। সেই থেকে পাঁচ বছর তারা কারাবন্দি ছিলেন। অভ্যুত্থানের পরে তাদের মুক্তির দাবিতে খুবি ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করেন সহপাঠী, রুমমেট, শিক্ষক ও পরিবারের সদস্যরা। পরে ক্যাম্পাসে মানববন্ধনও করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

আইসিসির সঙ্গে কী কথা হল, জানাল বিসিবি
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই’
  • ১৭ জানুয়ারি ২০২৬
বড় নিয়োগ বিজ্ঞপ্তি মিনিস্টার হাই-টেক পার্কে, পদ ৫০, আবেদন অ…
  • ১৭ জানুয়ারি ২০২৬
ভারতীয় অধিনায়কের সঙ্গে হাত মেলাননি বাংলাদেশি সহ-অধিনায়ক, প্…
  • ১৭ জানুয়ারি ২০২৬
রিলেশনশিপ অফিসার নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদন শেষ ২…
  • ১৭ জানুয়ারি ২০২৬
পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9