খুবিতে জুলাই সেশনে পিএইচডি প্রোগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

 পিএইচডি প্রোগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
পিএইচডি প্রোগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ  © টিডিসি সম্পাদিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নয়টি স্কুলের অন্তর্গত ডিসিপ্লিনসমূহে জুলাই ২০২৫ সেশনে পিএইচডি প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদনকারীকে সংশ্লিষ্ট বিষয়ে দেশি বা বিদেশি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি পাস করতে হবে এবং এই ডিগ্রি ইউজিসি কর্তৃক স্বীকৃত হতে হবে। প্রাথমিকভাবে আবেদনকারী কে কমপক্ষে ১৭ বছরের শিক্ষাকাল শেষ থাকতে হবে।

যে সকল প্রার্থীরা বিদেশি বিশ্ববিদ্যালয় ও দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন, তাদের ক্ষেত্রে ইউজিসি অনুমোদিত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের দপ্তরের স্বীকৃতি থাকতে হবে। এছাড়াও এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৫.০০ এর মধ্যে জিপিএ ৩.৫০ এবং স্নাতক ও স্নাতোকোত্তর ডিগ্রির যেকোনো একটিতে প্রথম শ্রেণি ( সিজিপিএ ৪.০০ এর মধ্যে সিজিপিএ ৩.০০) থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না। থিসিস ছাড়া স্নাতকোত্তর ডিগ্রির ক্ষেত্রে প্রথম লেখক হিসেবে কমপক্ষে একটি Peer-reviewed জার্নালে প্রকাশনা থাকতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৮ আগস্ট ২০২৫। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ku.ac.bd এবং সংশ্লিষ্ট স্কুলের ডিন অফিস থেকে পাওয়া যাবে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!