পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রথম ক্লাস মনিটরিং সফটওয়্যার চালু করছে জবি

জবিতে ক্লাস মনিটরিং সফটওয়্যার বাস্তবায়ন সংক্রান্ত ওরিয়েন্টেশন কর্মশালায়
জবিতে ক্লাস মনিটরিং সফটওয়্যার বাস্তবায়ন সংক্রান্ত ওরিয়েন্টেশন কর্মশালায়   © সংগৃহীত

পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো ক্লাস মনিটরিং সফটওয়্যার পদ্ধতি শুরু হবে । এ উপলেক্ষ্যে ক্লাস মনিটরিং সফটওয়্যার বাস্তবায়ন সংক্রান্ত ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনফারেন্স রুমে আয়োজিত হয় এটি।

উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম-এর সভাপতিত্বে আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, আইসিটি সেলের পরিচালক এবং প্রতিটি বিভাগের শ্রেণি প্রতিনিধিরা (সিআর) অংশগ্রহণ করেন।

কর্মশালায় উপাচার্য বলেন, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো ক্লাস মনিটরিং সফটওয়্যার চালু করতে যাচ্ছে, যা আমাদের জন্য একটি গর্বের বিষয়। শিক্ষার্থীদের দায়িত্ববোধ ও সচেতনতা থাকলে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব। সফটওয়্যারটির কার্যক্রম আগামী মাস থেকেই শুরু হবে এবং এটি শিক্ষার্থীদের সময়ানুবর্তিতা বাড়াতে ও একাডেমিক কার্যক্রমকে আরও সুশৃঙ্খল করতে সহায়তা করবে।

ওরিয়েন্টেশনের বিভিন্ন সেশনে সফটওয়্যারটির ব্যবহারবিধি, তথ্য ইনপুট পদ্ধতি ও কারিগরি বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সফটওয়্যারটির প্রেজেন্টেশন উপস্থাপন করেন আইসিটি সেলের কম্পিউটার প্রোগ্রামার মো. হাফিজুর রহমান। সিআরগণ তাদের মতামত ও প্রশ্ন উপস্থাপন করেন, যার উত্তর দেওয়া হয় বাস্তব উদাহরণসহ।

অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানরা এই উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করে বলেন, এটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, সফটওয়্যারটি জবি আইসিটি সেলের তত্ত্বাবধানে পরিচালিত হবে এবং বাস্তবায়নের ক্ষেত্রে বিভাগীয় চেয়ারম্যানরা সংশ্লিষ্ট সিআরদের সহায়তা করবেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence