‘বড় ভাইয়ের জন্য কিছু টাকা দিও’— মুদি দোকানির কাছে ইবি ছাত্রদল নেতাদের চাঁদা দাবি

০৫ জুলাই ২০২৫, ০৫:৫৯ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৯:১৭ AM
দোকানী ও দুই ছাত্রদল নেতা

দোকানী ও দুই ছাত্রদল নেতা © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের এক ক্ষুদ্র দোকানীর কাছে চাঁদা দাবীর অভিযোগ উঠেছে। অভিযুক্ত দুই নেতা হচ্ছেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক উল্লাস মাহমুদ এবং ইবি ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সাব্বির হোসেন। ঈদের ছুটিতে দোকান বন্ধ রাখার পরে দোকান খুললে তারা প্রথমে দেখা করতে বলে এবং পরবর্তীতে বড় ভাইয়ের জন্য কিছু টাকা চেয়েছে বলে অভিযোগ দোকানী আহাদের।

জানা যায়, রবীন্দ্র নজরুল কলা ভবনের বিপরীত পাশে একটি ছোট দোকান চালান আব্দুল্লাহ আহাদ। ঈদের আগে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় ছুটি থাকায় তার দোকানের বেশিরভাগ মাল নষ্ট হয়ে যায় এজন্য পরবর্তীতে তিনি আর সহসাই দোকান চালু করতে পারেননি। এরপরে অভিযুক্ত ছাত্রদল নেতা উল্লাস তাকে দেখা করতে বলে এবং দেখা না করলে দোকান ছেড়ে দিতে বলে। দোকান ছেড়ে দিতে অস্বীকৃতি জানালে ছাত্রদল নেতা উল্লাস তাকে বড় ভাইয়ের জন্য কিছু টাকা দিতে বলে।

ভুক্তভোগী দোকানী আহাদ বলেন, ঈদের বন্ধের সময় আমাকে একদিন উল্লাস ভাই ফোন দিয়ে বলে তুমি আমার সাথে দেখা করিও। তো আমি কিছুদিন পর ওনার সাথে দেখা করি। ওনি তখন বলেন যে, তুমি কী দোকান ছাড়বা। আমি বললাম যে, ভাই আমি ছাড়বো না, বন্ধের পর দোকান চালু করবো। পরে বললো যে আচ্ছা ঠিক আছে। আমার সাথে একদিন দেখা করিও। এরপর একদিন দেখা করি কিন্তু কিছু বলে নাই। আজকের হঠাৎ দুপুর একটার দিকে উল্লাস ভাই আর সাব্বির ভাই দোকানে এসে বাইরে নিয়ে যায় তারপর বলে যে বড় ভাইয়ের জন্য কিছু টাকা দিতে। আমি বললাম যে আমি কিছু আগেই দোকান খুললাম এখন তো টাকা নেই। পরে বলে যে আমরা বুধবারের দিন আসবো। তুমি টাকা রেডি করে রাখিও, কোন সমস্যা হইলে ভাই দেখবেনে। কিন্তু কত টাকা দিতে হবে সেটার পরিমাণ বলে নাই। বলছে যে বড় ভাই আসলে তখন দিয়ে দিও। আর কোনো সমস্যা হলে বড় ভাই দেখবে। 

অভিযোগের ব্যাপারে ইবি ছাত্রদলের কর্মী ও ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক উল্লাস মাহমুদ বলেন, তার কাছে টাকা চাওয়ার ব্যাপারে আমি কোনভাবেই জড়িত না, তাকে আমি চিনিও না। সে যদি সরাসরি প্রমাণ দিতে পারে যে আমি তার দোকানে গিয়েছি তাহলে সে যা বলবে আমি মাথা পেতে নিবো। তবে আমি এ বিষয়ে কোন কিছু জানিও না আর আমি যাইনি কোথাও। ঠিক কি কারণে সে এই অভিযোগ আনছে সেটা আমার জানা নেই। হতে পারে কোন একটি মহল উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমার সম্মান নষ্ট করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যাচার করছেন।

ইবি ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সাব্বির হোসেন বলেন, এটা সম্পূর্ণ একটা মিথ্যাচার ছড়ানো হচ্ছে। আমি আজ সকালে ক্যাম্পাসে গিয়েছিলাম তারপর আমি আমাদের সভাপতির সাথে দেখা করে ঝিনাইদহে চলে আসছি দুপুরে। রবীন্দ্র নজরুলের সামনে যে ঘটনার কথাটা আপনি বলছেন সেদিকে আমি যাইনি। এটা হতে পারে কোনো নির্দিষ্ট পক্ষের ষড়যন্ত্র।

শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ বলেন, এই ঘটনার ব্যাপারে আগে পরে কিছুই জানিনা আমি। কয়েকজন সাংবাদিকের মাধ্যমে জানলাম যে ছাত্রদলের দুজন নাকি টাকা চেয়েছে। যদি তদন্ত সাপেক্ষে অভিযুক্ত দুজনের অভিযোগ প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং প্রশাসনিক ব্যবস্থার সুপারিশ করা হবে।

পাবনায় সুচিত্রা সেনের প্রয়াণদিবস ও কবি বন্দে আলী মিয়ার জন্ম…
  • ১৭ জানুয়ারি ২০২৬
জাবি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের বিষয় পছন্দক্রম ফরম পূরণ শুর…
  • ১৭ জানুয়ারি ২০২৬
হাসনাতের আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল
  • ১৭ জানুয়ারি ২০২৬
ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে বিপর্যস্ত বোরো বীজতলা, দিশেহারা চা…
  • ১৭ জানুয়ারি ২০২৬
ইরানকে যে কারণে ধন্যবাদ জানালেন ডোনাল্ড ট্রাম্প
  • ১৭ জানুয়ারি ২০২৬
গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9