দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে রাবিতে মানববন্ধন 

০৩ এপ্রিল ২০১৯, ০৩:২৫ PM

© টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে ২০১৮ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

এসময় ভর্তিচ্ছুরা বলেন, রাবিতে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের দুই-তৃতীয়াংশ শিক্ষার্থী দ্বিতীয়বার সুযোগ পেয়ে ভর্তি হয়েছেন। তাহলে আমরা কেন বঞ্চিত হব? এছাড়া কোন না কোন কারণে প্রতিবছর অনেক আসন ফাঁকা থাকে। দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ দেওয়া হলে ফাঁকা আসনগুলোতে যোগ্য শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে।

তারা বলেন, প্রত্যেক মেধাবী শিক্ষার্থীর পছন্দের শীর্ষ তালিকায় থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়। মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয়বার পরীক্ষা দেয়ার সুযোগ দিচ্ছে, কিন্তু মেডিকেল এ পড়ার ইচ্ছা যাদের নেই, তারা কেন উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হবে? 

এসময় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগটি অব্যাহত রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

মানববন্ধনে প্রায় অর্ধশতাধিক ভর্তিচ্ছু শিক্ষার্থী উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে একই দাবিতে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

উল্লেখ্য, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পরে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বাতিল করে দেয় রাবি প্রশাসন।

বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক সনাতনী ধর্মাবলম্বী
  • ২৭ জানুয়ারি ২০২৬
রংপুর মহানগর যুবদলের শীর্ষ তিন নেতাকে শোকজ
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাহাজ্জুদের পর ভোটকেন্দ্র দখল-সীল মারার পরিকল্পনা করছে একটি…
  • ২৭ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশী সাংবাদিকদের এক্রিডিটেশন দেয়নি আইসিসি
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঢাবিতে নৈতিক ও মানবিক মূল্যবোধ বিষয়ক কোর্স চালুর ব্যাপারে ম…
  • ২৬ জানুয়ারি ২০২৬