ইবি উপাচার্যকে ছাত্রদলের স্মারকলিপি © টিডিসি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে সনদ উত্তোলনসহ পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে বিভিন্ন কাজে শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনে পদক্ষেপ গ্রহণের দাবিতে উপাচার্য দপ্তরে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সেইসঙ্গে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক সংস্কারের দাবিও জানান তারা।
সোমবার (২৩ জুন) দুপুরে উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র হাতে স্মারকলিপি তুলে দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. ওয়ালিউর রহমান পিকুল।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ, সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীরা।
ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা সবসময় শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষা ও যৌক্তিক দাবি আদায়ে সোচ্চার রয়েছে। শিক্ষার্থীদের স্বার্থে এই দাবি গুলো তুলে ধরা হয়েছে। আমাদের প্রশাসন দাবগুলোর বিষয়ে একমত হয়েছে। দাবিগুলো বাস্তবায়িত হলে শিক্ষার্থীরা উপকৃত হবে। আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সব দাবির বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেবে।
এ বিষয়ে উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ছাত্রদলের পক্ষ থেকে বেশ কয়েকটি দাবি সম্বলিত স্মারকলিপি পেয়েছি। দাবিগুলো নিঃসন্দেহে যৌক্তিক, আমরা দাবিগুলোর ব্যাপারে একমত।
তিনি আরও বলেন, এর আগেও বিভিন্ন দাবিতে ছাত্রদল স্মারকলিপি দিয়েছে। আমরা ইতোমধ্যেই বেশ কিছু দাবির ব্যাপারে কাজ করছি, বাকি দাবিগুলোও বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।