চিকিৎসাসেবার মান বাড়ানোসহ চার দাবিতে ইবি শিক্ষার্থীদের স্মারকলিপি

২২ জুন ২০২৫, ০৩:২০ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ১০:১৩ PM
উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন ইবি শিক্ষার্থীরা

উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন ইবি শিক্ষার্থীরা © টিডিসি

চিকিৎসাসেবার মান বাড়ানো ও শিক্ষার্থীবান্ধব পরিবহণ ব্যবস্থা গড়ে তোলাসহ চার দাবিতে স্মারকলিপি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। রবিবার (২২ জুন) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর কাছে এ স্মারকলিপি দিয়েছেন তারা।  

শিক্ষার্থীরা বলেন, স্বাধীনতার পর প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় একটি ঐতিহাসিক প্রতিষ্ঠানের মর্যাদা বহন করলেও শিক্ষার্থীবান্ধব পরিবহন ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আজও অনেক গুরুত্বপূর্ণ চাহিদা অপূর্ণ রয়ে গেছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মূল শক্তি হলো এর শিক্ষার্থীরা। তাদের নিরাপদ যাতায়াত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা মানে একটি উন্নত, মানবিক ও সুসংহত শিক্ষাব্যবস্থা গড়ে তোলা। 

তারা আরও বলেন, আমরা মনে করি এসব পদক্ষেপ দ্রুত বাস্তবায়িত হলে শিক্ষার্থীরা আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও মর্যাদাপূর্ণ শিক্ষাজীবন উপভোগ করতে পারবে। 

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘দাবিগুলো খুবই সুন্দর। আমরা এই দাবিগুলো অফিসিয়ালি গ্রহণ করেছি। এগুলো নিয়ে শীঘ্রই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবো। সড়ক সংস্কারের সার্বিক বিষয়ে প্রক্টর দেখবেন। 

তিনি আরও বলেন, মেডিকেল সেন্টারের চিকিৎসাসেবা উন্নীতকরণের বিষয়ে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এ ছাড়া আমরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে একটি ফুট ওভার ব্রিজের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। পরিবহনের বিষয়ে আমরা আবেদন করেছি। কিন্তু মন্ত্রণালয় বর্তমানে গাড়ি দিচ্ছে না।

শিক্ষার্থীদের চার দফা দাবি হলো- বিশ্ববিদ্যালয় সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়কের স্থায়ী সংস্কারের লক্ষ্যে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় সভার আয়োজন করতে হবে, বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসাসেবা উন্নতকরণ এবং কুষ্টিয়া ও ঝিনাইদহ সদর হাসপাতালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের জন্য একটি নির্দিষ্ট সিট সার্বক্ষণিক সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।  

এ ছাড়া পরিবহন পুল থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণ এবং চালক ও সহকারীদের নিয়মিত পর্যবেক্ষণের আওতায় আনতে হবে এবং গণপরিবহন সংকট নিরসনে জরুরিভিত্তিতে নতুন যানবাহন সংযোজন করতে হবে।

এগিয়ে আনা হলো বিপিএল ফাইনাল
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করবে ছ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও বন্ধ
  • ১৯ জানুয়ারি ২০২৬
ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা
  • ১৯ জানুয়ারি ২০২৬
কুবিতে ‘পাটাতন’ এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন
  • ১৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সাক্ষাৎ
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9