দ্বিতীয় ক্যাম্পাসের অবশিষ্ট জমিও বুঝে পেল জবি প্রশাসন

২০০ একর জমি অধিগ্রহণ সম্পন্ন
০৩ জুন ২০২৫, ০৩:০৪ PM , আপডেট: ০৫ জুন ২০২৫, ০৬:০৩ AM
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জমির দখল বুঝিয়ে দিচ্ছেন ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. আ. হালিম

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জমির দখল বুঝিয়ে দিচ্ছেন ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. আ. হালিম © টিডিসি

কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাস স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত ২০০ একর জমির অবশিষ্ট ১১ দশমিক ৪০ একরও বুঝে পেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে বিশ্ববিদ্যালয়টির ২০০ একর জমি অধিগ্রহণ সম্পন্ন হলো।

আজ মঙ্গলবার (৩ জুন) কেরানীগঞ্জ উপজেলার পশ্চিমদী মৌজায় এ জমি আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করে। জমি হস্তান্তর প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

এ সময় ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. আ. হালিম ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অবশিষ্ট জমির দখল আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোস্তফা হাসান, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, পিআরআইপি পরিচালক, প্রধান প্রকৌশলী, প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা।

আরও পড়ুন: দারিদ্র্য পেরিয়ে যুক্তরাষ্ট্রের গেটিসবার্গ কলেজ জয়, পেলেন চার কোটি টাকার স্কলারশিপ

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন সক্রিয় ছাত্র সংগঠনের নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৭ সালের একনেক সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য ২০০ একর জমির দ্বিতীয় ক্যাম্পাস অনুমোদন দেওয়া হয়। এর অংশ হিসেবে ২০২০ সালের ২৩ জানুয়ারি ঢাকা জেলা প্রশাসন বিশ্ববিদ্যালয়কে ১৮৮ দশমিক ৬০ একর জমি হস্তান্তর করে। তবে অবশিষ্ট ১১ দশমিক ৪০ একর জমির হস্তান্তর বিলম্বিত হওয়ায় দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণকাজে বাধা সৃষ্টি হচ্ছিল।

আজকের এ জমি হস্তান্তরের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তার দ্বিতীয় ক্যাম্পাসের জন্য প্রস্তাবিত ২০০ একর জমি বুঝে পেল। এতে ক্যাম্পাস উন্নয়ন ও নির্মাণকাজ আরও গতিশীলভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

শেষ হল ছাত্রশিবির আয়োজিত আল-খোয়ারিজমি সায়েন্স ফেস্টের প্রথম…
  • ২৯ জানুয়ারি ২০২৬
নারীদের ক্রীড়ায় অংশগ্রহণ বাড়াতে পল্লবীতে শুরু হল ব্যাডমিন্ট…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত আমিরের দুদিনের সফরসূচি প্রকাশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
ক্রিকেটারদের ক্ষতি পুষিয়ে দেওয়ার আশ্বাস সরকারের
  • ২৯ জানুয়ারি ২০২৬
শুটিং দলকে ভারতে যাওয়ার অনুমতির নেপথ্যে যে যুক্তি সরকারের
  • ২৯ জানুয়ারি ২০২৬
প্রথম পডকাস্টে ফ্যামিলি কার্ডের বিস্তারিত তুলে ধরে যা বললেন…
  • ২৯ জানুয়ারি ২০২৬