ডাকসুর পর ফেকসু নির্বাচনের তোড়জোড়

২৫ মার্চ ২০১৯, ০১:৫৩ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পর এবার ফেনী সরকারি কলেজ ছাত্র সংসদের (ফেকসু) নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। সে অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ ও জমাদান প্রক্রিয়াও শুরু হয়েছে।

ফেকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে ফেনি সরকারি কলেজ কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গঠনতন্ত্র অনুসরণ করে এ তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ মার্চ বুধবার পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান কার্যক্রম চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ প্রক্রিয়া চলবে।

মনোনয়নপত্র বাছাই করা হবে ২৮ মার্চ বৃহস্পতিবার। এছাড়া বৈধ মনোয়নপত্রের তালিকা প্রকাশ করা হবে ৩০ মার্চ শনিবার।

নির্বাচনে অংশ নিতে মনোয়নয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা ৪ এপ্রিল চাইলে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। আগামী ৯ এপ্রিল সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

গত ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের কথা উঠলেও তা এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। সে অনুযায়ী ডাকসুর পর ফেকসু নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে ফেনী সরকারি কেলে কর্তৃপক্ষ।

কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬