চট্টগ্রামে ছাত্রদল-শিবিরের মধ্যে উত্তেজনা, পাল্টাপাল্টি অভিযোগ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০১ জুন ২০২৫, ১২:১৭ AM , আপডেট: ০১ জুন ২০২৫, ১১:৫৩ AM
চট্টগ্রামের সরকারি কমার্স কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সকালে নগরীর আগ্রাবাদের কলেজ ফটকের সামনে এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার পর রাতে উভয় সংগঠনের পক্ষ থেকে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তোলা হয়।
ছাত্রশিবিরের দাবি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতার জন্য কলেজের সামনে একটি হেল্পডেস্ক স্থাপন করে তারা। সেখানে পরীক্ষার্থীদের তথ্য দিয়ে সহায়তা, পানির ব্যবস্থা ও অভিভাবকদের বসার সুযোগ রাখা হয়। এই হেল্পডেস্ক সরিয়ে নিতে ছাত্রদলের কয়েকজন কর্মী চাপ দেয় এবং হুমকি দেয়। পরবর্তীতে ছাত্রদল হঠাৎ হামলা চালালে শিবিরের তিনজন কর্মী আহত হন বলে দাবি করেছে তারা। আহতরা হলেন—মোজাহেরুল ইসলাম, কামরুজ্জামান জীবন ও আব্দুল হাদী রাহি। বর্তমানে তারা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন।
অন্যদিকে, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ঘটনার অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনাটি ছিল শুধুই সামান্য কথাকাটাকাটি। কোনো ধরনের হামলা বা সংঘর্ষ হয়নি এবং পরে বিষয়টি আপস-মীমাংসা হয়ে যায়।
এদিকে, ডবলমুরিং থানার ওসি কাজী রফিকুল ইসলাম বলেন, কলেজ এলাকায় সামান্য কথা কাটাকাটি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কেউ আহত হওয়ার নিশ্চিত তথ্য পাওয়া যায়নি এবং থানায় কেউ লিখিত অভিযোগও জমা দেয়নি।
ঘটনার পর থেকে কলেজ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা থাকলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।