কুবির ফার্মেসী বিভাগে ৫৮% শিক্ষক ছুটিতে, শিক্ষার্থীদের মানববন্ধন 

কুবিতে মানববন্ধন
কুবিতে মানববন্ধন  © টিডিসি ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসী বিভাগের ৫৮ শতাংশ শিক্ষক একই সাথে ছুটিতে থাকার ফলে ব্যাহত হচ্ছে শিক্ষা-কার্যক্রম। তাই দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন ফার্মেসী বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার (২১ মে) বেলা সাড়ে এগারোটায় প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন করেন তারা। 

মানবন্ধনে শিক্ষার্থীরা দ্রুত শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষা-কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানান। এ সময় তারা ‌‘শিক্ষক সংকট নিরসন চাই’, ‘শিক্ষক সংকট নয়, চাই শিক্ষার অগ্রগতি’, ‘শিক্ষক ছাড়া শিক্ষা অচল’, ‘পর্যাপ্ত শিক্ষকই মানসম্মত শিক্ষার ভিত্তি’, ‘সময় মতো সেমিস্টার পরীক্ষা চাই’ এসব প্ল্যাকার্ড হাতে দাবি জানান। 

এ সময় ফার্মেসি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত বলেন, ‘আমাদের বিভাগে কাগজে-কলমে ১২ জন শিক্ষক রয়েছেন, কিন্তু বর্তমানে বিভাগে কর্মরত আছেন মাত্র ৫ জন। এর মধ্যে একজন বিজ্ঞান অনুষদের ডিন হওয়ায়, কার্যত ক্লাস নিচ্ছেন মাত্র ৪ জন শিক্ষক। ফলে প্রতিটি ব্যাচে একজন শিক্ষকের ওপর দুটি করে কোর্স পড়ানোর চাপ পড়ছে। এই সংকটের কারণে আমরা সেশনজটে পড়ছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাই, যেন দ্রুত আমাদের বিভাগে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হয়।’

কুবি আইন-২০০৬ এর ধারা ২২ অনুযায়ী একটি বিভাগে ১০ শতাংশ শিক্ষক একসাথে ছুটিতে থাকতে পারেন। কিন্তু ফার্মেসী বিভাগে ৫৮ শতাংশ শিক্ষক ছুটিতে রয়েছেন।

আরও পড়ুন: নিজ ক্যাম্পাসে হামলার শিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক যে মাত্র ৫ জন শিক্ষক দ্বারা একটি বিভাগ পরিচালিত হচ্ছে। শিক্ষকদের কারা ছুটি দিয়েছেন তা আমি জানি না। তবে আমরা “লিভ ভ্যাকেন্ট পোস্টে” শিক্ষক নিয়োগের জন্য ইউজিসিতে আবেদন করব।’

প্রসঙ্গত, কুবির ফার্মেসী বিভাগে মোট ১২ জন শিক্ষক থাকলেও বর্তমানে ৭ জন শিক্ষক শিক্ষা ছুটিতে রয়েছেন। ফলে মাত্র ৫ জন শিক্ষক নিয়ে বিভাগের পাঠদান কার্যক্রম চালানো হচ্ছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence