আস-সুন্নাহ ফাউন্ডেশনের হলে উঠতে জবি শিক্ষার্থীদের আবেদন শুরু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ মে ২০২৫, ০৬:২১ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫১ PM
আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত ‘মেধাবী’ প্রকল্পে শিক্ষার্থীদের হলে উঠতে আবেদন শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত ‘মেধাবী' প্রকল্পে প্রাথমিকভাবে ৫০০ (পাঁচশত) জন ছাত্রের আবাসনের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (১৯তম ব্যাচ, ১ম বছর আগ্রহী ছাত্রদের আগামী চলতে মাসের ২৭ তারিখের মধ্যে গুগল লিংক এবং সরাসরি আবেদন ফরমে আবেদন করার জন্য বলা হলো।
জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য কেরানীগঞ্জে একটি আবাসিক এলাকায় দশ তলা একটি ভবন অস্থায়ী আবাসন হিসেবে বরাদ্দ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। ২০২৪ সালের ১০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ও ফাউন্ডেশন একটি চুক্তি স্বাক্ষর করে। সেখানে প্রাথমিকভাবে ৭০০ শিক্ষার্থীর জন্য আবাসন সুবিধার কথা থাকলেও বর্তমানে তা ১ হাজারে উন্নীত করা হয়েছে।