রাত পেরিয়ে তৃতীয় দিনে যমুনার পাশে অবস্থান জবি শিক্ষার্থীদের
- জবি কন্ট্রিবিউটর
- প্রকাশ: ১৬ মে ২০২৫, ১০:৩৪ AM , আপডেট: ১৬ মে ২০২৫, ০৭:৩৬ PM
টানা দ্বিতীয় রাত রাস্তায় অবস্থান করলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। হল আবাসন ও বাজেট বৃদ্ধিসহ তিন দফা দাবিতে চলমান আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তা না ছাড়ার ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষকরা।
সরেজমিনে দেখা যায়, শুক্রবার (১৬ মে) কাকরাইলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে। রাস্তায় রাত পার করেছেন অর্ধশত শিক্ষার্থী।
এর আগে শুক্রবার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সেমিস্টার এবং ক্লাসের অ্যাটেনডেন্স যমুনায় নেওয়া হবে বলে জানিয়েছেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইস উদ্দিন। এছাড়া জুমার নামাজের পর থেকে গণঅনশন কর্মসূচির ডাক দেন তিনি।
প্রসঙ্গত, ৭০ শতাংশ আবাসন ভাতা, বাজেটে বরাদ্দ বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার তিন দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় শাটডাউনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
শিক্ষার্থীদের ৩ দফা দাবি হল- আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।