রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিভাগীয় শিক্ষার্থী সমিতির নেতৃত্বে লিমন-সৌরভ

লিমন মিয়া ও সৌরভ শিকদার
লিমন মিয়া ও সৌরভ শিকদার  © সংগৃহীত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিভাগীয় শিক্ষার্থীদের ছাত্র কল্যাণ সমিতি ঢাকা ডিভিশন স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। উক্ত পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন লিমন মিয়া ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৌরভ শিকদার। 

সোমবার (১২ মে) আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে সংগঠনটির নতুন পরিষদ। এর আগে বিগত আট তারিখ পরিষদটি অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বর্ণা রাণী দাস এবং মো. লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. শাহারিয়ার হাসান, কোষাধ্যক্ষ পদে দায়িত্বে রয়েছেন মো. শিশির ভূঁইয়া। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রিয়ন্তি ইসলাম দিয়া ও শাহখাওয়াত হোসেন, অফিস সম্পাদক হয়েছেন সাথী আক্তার, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুমা পারভিন, সাংস্কৃতিক সম্পাদক লতা রানী, গবেষণা ও তথ্য সম্পাদক মো. সৈকত হাসান, প্রকাশনা ও প্রচার সম্পাদক সাদমান সাকিব, শিক্ষা সম্পাদক মো. নাজমুল খান, ক্রীড়া সম্পাদক মো. জুবায়ের আহমেদ ত্বহা, হসপিটালিটি বিষয়ক নির্বাহী সম্পাদক সাদিয়া ও ছাত্রীবিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রিমি সুলতানা।

আরও পড়ুন: ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের বিষয় পছন্দক্রম শুরু, সতর্কতার পরামর্শ

এ ছাড়া পরিষদের ১৫ জন নির্বাহী সদস্য হলেন কামরুল হাসান, লামিয়া আক্তার, অশ্মিতা সেন, শামসুল আরেফিন শিবলি, দিলওয়ারা ঐশী, মাহফুজা আক্তার মনি, নিলাঞ্জন সাহা, মো. আলহাজ আহসান, আফরোজা আক্তার, ফাহমিদা ইয়াসমিন দীপা, মায়া খাতুন,  বিউটি সাহা, মেধা আক্তার, প্রতিভা দাসও রনি আক্তার।

ঢাকা ডিভিশন স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টামন্ডলী এবং সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে অনুমোদিত হয়েছে পরিষদটি। এর মাধ্যমে ঢাকা বিভাগের শিক্ষার্থীদের কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল এবং কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ