৯ মাস পর জুলাই আন্দোলনে হামলাকারীদের তথ্য চাইল জবি প্রশাসন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)  © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত বেআইনি এবং সহিংস ঘটনার সাথে সংশ্লিষ্ট শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তথ্য সংগ্রহে গণবিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২৮ এপ্রিল) জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় (১৫ জুলাই ২০২৪ থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত) সংঘটিত যেকোনো বেআইনি ও সহিংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অভিযোগকারীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হবে। আগামী ৭ কার্যদিবসের মধ্যে অভিযোগকারীদের তথ্য, অভিযোগের বিবরণ, অভিযুক্তদের বিস্তারিত পরিচিতি এবং স্বপক্ষে প্রমাণসহ সিলগালাকৃত খামে সংশ্লিষ্ট দপ্তরে জমা দিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে অভিযোগকারীর পরিচয় ও তথ্য কঠোর গোপনীয়তার সাথে সংরক্ষণের নিশ্চয়তাও দেওয়া হয়েছে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়াকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া বলেন, “আমরা এখন বৃহত্তর পরিসরে তদন্ত কার্যক্রম শুরু করেছি। বিভিন্ন বিভাগ, দপ্তর, ইনস্টিটিউট এবং বাইরে যদি কেউ আক্রান্ত হয়ে থাকে, সেই তথ্য বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের কাছ থেকে সিলগালাকৃত খামে আহ্বান করা হয়েছে। ইতোমধ্যে কিছু অভিযোগও জমা পড়েছে। আমরা সেগুলো পর্যালোচনা করছি। এরপর অভিযোগের ভিত্তিতে শুনানি, গণশুনানি অথবা ইন্টারভিউয়ের মাধ্যমে তদন্তের পরবর্তী ধাপ এগিয়ে নেওয়া হবে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তদন্ত কার্যক্রম শেষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence