বেরোবিসাসের বর্ষসেরা রিপোর্টার দ্য ডেইলি ক্যাম্পাসের আনোয়ার

২৫ এপ্রিল ২০২৫, ১০:৪৩ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০৬ PM
মো. আনোয়ার হোসেন

মো. আনোয়ার হোসেন © টিডিসি ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) বর্ষসেরা ভিডিও রিপোর্টার হলেন দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি এবং সাংবাদিক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন। জুলাই বিপ্লবের গুরুত্বপূর্ণ ভিডিও ধরনের জন্য তাঁকে সেরা ভিডিও রিপোর্টার হিসেবে মনোনীত করা হয়। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির অফিস রুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে  বিজয়ীদের হাতে তিন ক্যাটাগরিতে তিনজনকে পুরস্কার তুলে দেন। 

এ সময় বিজয়ীদের ক্রেস্ট দেওয়া হয়। অনুসন্ধানী, ফিচার এবং বর্ষসেরা ভিডিও রিপোর্টার এই তিন ক্যাটাগরিতে একজন করে তিনজনকে এ পুরস্কার দেওয়া হয়েছে। গত এক বছরের ডিসেম্বর পর্যন্ত প্রতিবেদনে বিচারকের রায়ে এ পুরস্কার দেওয়া হয়।

পুরস্কৃতদের মধ্যে অন্যান্য ২ জন হলেন ফিচারে বর্ষসেরা রিপোর্টার ঢাকা মেইলের এবং দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি মো কামরুজ্জামান পুলক এবং কালের কণ্ঠের বেরোবি প্রতিনিধি আবুল খায়ের জায়ীদ ।

সমিতির সদস্যদের অংশগ্রহণে এ প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন বেরোবিসাসের সাবেক  সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন এর সাব এডিটর আব্দুল্লাহ আল মাহামুদ জয় ও আরেক সাবেক সভাপতি ঢাকা পোস্টের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শিপন তালুকদার এবং সাবেক সাধারণ সম্পাদক আজকের পত্রিকার  সাবেক  বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও এখন টিভির সাবেক রিপোর্টার মো কামরুজ্জামান হিমেল।

এ সময় প্রধান অতিথির  বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা ক্যাম্পাসের দর্পণ। সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তথ্যকে সবসময় ইতিবাচকভাবে তুলে ধরা। বিশ্ববিদ্যালয় কে ব্রান্ডিং করা।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড.মো. হারুন অর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ইলিয়াস প্রামানিক,সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ঢাকা পোস্টের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শিপন তালুকদার, সাধারণ সম্পাদক আমার দেশ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমন আলী, সহ সভাপতি আবু সাইদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান পুলকসহ সাংবাদিক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

ই-টিকেটিং ও কাউন্টার পদ্ধতির আওতায় আসছে রাজধানীর বাস
  • ২০ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচনের স্থগিতাদেশ গণতান্ত্রিক অধিকার হরণ ও স্বৈরা…
  • ২০ জানুয়ারি ২০২৬
প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রুমিন ফারহানার
  • ২০ জানুয়ারি ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ২০ জানুয়ারি ২০২৬
হাবিপ্রবি সংলগ্ন মেসে অপ্রীতিকর অবস্থায় দুই সমকামী শিক্ষার্…
  • ২০ জানুয়ারি ২০২৬
মঙ্গলবার সকাল থেকে টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9