মেয়েদের ওয়াশরুমে ছেলেদের প্রবেশ, বিজ্ঞপ্তি দিয়ে সতর্ক কলেজ প্রশাসনের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৬:৫৭ PM , আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ০৭:০৫ PM

মেয়েদের ওয়াশরুমে ছেলেদের প্রবেশ নিয়ে সতর্ক করেছে সরকারি বাঙলা কলেজ প্রশাসন। আজ বুধবার (১৭ এপ্রিল) কলেজটির অধ্যক্ষ প্রফেসর মো. কামরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্ক বার্তা জারি করা হয়েছে।
সতর্ক বার্তায় বলা হয়েছে, সরকারি বাঙলা কলেজের শিক্ষকমণ্ডলী, বিভিন্ন শিক্ষাবর্ষে অধ্যয়নরত শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, কলেজের ৭ ও ৮ নং ভবনে ছেলে ও মেয়েদের পৃথক ওয়াশরুম নির্ধারিত আছে। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে কতিপয় ছেলে অসাবধানতাবশত মেয়েদের ওয়াশরুমে ঢুকে পড়ছে।
এ বিজ্ঞপ্তি জারির পর থেকে যদি কোন ছেলে মেয়েদের ওয়াশরুম প্রবেশ করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবেও জানানো হয়েছে সতর্ক বার্তায়।