কুয়েটে শিক্ষার্থী বহিষ্কারের প্রতিবাদ ইবি শিক্ষার্থীদের

১৫ এপ্রিল ২০২৫, ০৪:১২ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:০৩ AM
প্রতিবাদ সমাবেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

প্রতিবাদ সমাবেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের © টিডিসি ফটো

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সিদ্ধান্তের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে সংহতি জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। 

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর তিনটায় বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণে সমবেত হয় শিক্ষার্থীরা। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এস এম সুইট, সহ সমন্বয়ক নাহিদ হাসান, ইয়াশিরুল কবীর, গোলাম রাব্বানী ছাড়াও প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

সমাবেশে বক্তারা বলেন, কুয়েট শিক্ষার্থীদের উপর অন্যায়ভাবে প্রশাসন প্রহসন চালাচ্ছে। ছাত্ররাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনকারী কোন নিরপরাধ শিক্ষার্থীকে বহিষ্কার করার সিদ্ধান্ত কোনভাবেই কাম্য নয়। এ অন্যায়ের বিরুদ্ধে আমরা কুয়েটের শিক্ষার্থীদের পাশে আছি। অনতিবিলম্বে কুয়েট প্রশাসন যথাযথ পদক্ষেপ গ্রহণ না করলে এ দেশের ছাত্রসমাজ আবারো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। 

সহ-সমন্বয়ক নাহিদ হাসান বলেন, ছাত্র রাজনীতি মুক্ত একটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর ছাত্র রাজনীতিকে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা এবং সেই ঘটনাকে কেন্দ্র করে বহিরাগত কর্তৃক শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রশাসন যথাযথ পদক্ষেপ না নিয়ে উল্টো শিক্ষার্থীদের উপর যেভাবে বহিষ্কারাদেশ দিয়েছে তা চরম অদক্ষতার পরিচয় দেয়। ঘটনা যথাযথভাবে তদন্ত করে যাবতীয় তথ্য-প্রমাণ নিয়ে শিক্ষার্থীদের অপরাধ প্রমাণিত হওয়ার আগেই এ ধরণের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ প্রশাসনকে অবশ্যই শিক্ষার্থীদের স্বার্থবিরোধী সিদ্ধান্তের দায় নিয়ে পদত্যাগ করতে হবে। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সবসময় কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পাশে আছি।

সমন্বয়ক এস এম সুইট বলেন, বিগত ১৬ বছরে শেখ হাসিনা লালিতপালিত ভিসিরা যে কাজটি করার সাহস করেনি কুয়েট উপাচার্য সেই কাজটি করেছেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরো বাংলাদেশের শিক্ষার্থীদের ন্যায্য দাবির পাশে আছে। কুয়েট ভিসির প্রথম গুরুত্ব দেওয়ার কথা ছিল শিক্ষার্থীদের কিন্তু তিনি একটি পক্ষকে সবসময় সুযোগ সুবিধা দিয়েছেন, পক্ষপাতিত্ব করেছেন। তিনি সরাসরি তার শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন। তিনি শিক্ষার্থীদের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করেছেন এবং একটি অংশকে তিনি কাছে টেনে নিয়েছেন। ইতোমধ্যে তিনি তার পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। দ্রুততম সময়ের মধ্যে কুয়েট ভিসিকে সরিয়ে দেওয়া হোক কারণ যিনি ছাত্রদের অধিকার সংরক্ষণ করতে পারেন না তিনি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদেও থাকতে পারেন না। 

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ১০১তম (জরুরি) সিন্ডিকেট সভায় গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি আগামী ২ মে আবাসিক হলগুলো শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়ার এবং ৪ মে থেকে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শতাধিক মানুষ আহত হন। পরদিন প্রশাসনিক ভবনসহ সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। ওই দিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় কুয়েটে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের স্বতন্ত্র বেতন স্কেলের দ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচনেও শীর্ষ তিন পদে এগিয়ে শিবির
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে রাবি ছাত্রদলের ম…
  • ১৯ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ
  • ১৯ জানুয়ারি ২০২৬
উইলিয়ামসনসহ অন্যদেরও বিপিএলে আনার ইচ্ছা নিশামের
  • ১৯ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্ত সকল মাদরাসার প্রধানের শূন্যপদের তথ্য পাঠানোর নির…
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9