বিশ্ববিদ্যালয়কে ডিজিটালাইজেশন করা এই প্রশাসনের অন্যতম উদ্দেশ্য: ইবি উপাচার্য 

১২ এপ্রিল ২০২৫, ০৫:২৪ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৩৬ AM
বক্তব্য দিচ্ছেন ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ

বক্তব্য দিচ্ছেন ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আমরা পিছিয়ে পরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির জন্য কাজ করছি। বিশ্ববিদ্যালয়কে তার লক্ষ্য উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়কে ডিজিটালাইজেশন করা এই প্রশাসনের অন্যতম উদ্দেশ্য।

শনিবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল একাডেমিক ভবনের গগন হরকরা গ্যালারিতে অনুষ্ঠিত আরবী ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে এসব কথা বলেন উপাচার্য। 

উপাচার্য আরো বলেন, ‘আমরা পুরো ক্যাম্পাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য কাজ করে চলেছি। যার জন্য প্রায় সত্তর কোটি টাকার প্রয়োজন। এই সময়ে যা বহন করা প্রশাসনের জন্য কষ্টসাধ্য। তারপরেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা এই বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করতে চাই।’

বিভাগটির সভাপতি অধ্যাপক ড. আব্দুল মোত্তালিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, বিভাগীয় ছাত্র উপদেষ্টা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন, অ্যারাবিক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মাহমুদুল হাসান এবং সদস্য কর্নেল আবদুল মোক্তাদের।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল্লাহ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রেস প্রশাসক অধ্যাপক ড. এ কে এম মফিজুল ইসলাম, জুলাই-৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম শামছুল হক ছিদ্দিকীসহ বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান ও অধ্যাপক ড. রফিকুল ইসলাম। এ সময় বিভাগটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস সালাম।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে পর্যায়ক্রমে অতিথিদের ফুল দিয়ে বরণ, বিভাগের শিক্ষার্থীদের সংগীত পরিবেশনা, বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্মৃতিচারণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং সদ্য সাবেক সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়। 

বিভাগটির সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ড. আব্দুল মোত্তালিব বলেন, ‘আমাকে চেয়ারম্যান এর দায়িত্ব পালন করতে গিয়ে ২ টি বড় সংকট মোকাবেলা করতে হয়েছে। একটি হচ্ছে করোনা সংকট, আরেকটি হচ্ছে জুলাই অভ্যুত্থান; যার মাধ্যমে দেশে একটা বড় পট পরিবর্তন হয়েছে। দীর্ঘ ১৬ বছর ধরে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আশা করছি জুলাই বিপ্লবের এই নতুন বাংলাদেশে এ বৈষম্য দূর হবে। এর প্রথম সাক্ষী হবে তোমাদের এই মাস্টার্স ২২-২৩ এর ব্যাচ। তোমরা যদি সফল হতে পারো তাহলে আবারো প্রমাণ হবে যে এই বিভাগের শিক্ষার্থীরা দেশ ও জাতির জন্য ভূমিকা রাখতে সক্ষম।’

উপ উপাচার্য অধ্যাপক ড এম এয়াকুব আলী বলেন, ‘সাহিত্যিক দিক থেকে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা আরবি। পৃথিবীতে সবচেয়ে বেশি বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় আরবি ভাষা। আরবি ভাষা মর্যাদা পেয়েছে নবি (স) এর কারণে, কোরআনের কারণে, হাদিসের কারণে। তবে পঞ্চদশ শতকের আগে এ ভাষার ইতিহাস ভালো ছিল না। কারণ এই ভাষায় বিভিন্নভাবে বিভিন্ন খারাপ বিষয় উপস্থাপন করা হতো।’

ট্যাগ: ইবি
এবার জানা গেল এইচএসসির পরীক্ষার সময়
  • ১১ জানুয়ারি ২০২৬
৬৬ সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ায় ক্ষতির মুখে বাংলাদ…
  • ১১ জানুয়ারি ২০২৬
এবার একযোগে ১২ এনসিপি নেতার পদত্যাগ
  • ১১ জানুয়ারি ২০২৬
ছাত্রীকে যৌন নিপীড়ন: খুবি অধ্যাপককে দুই বছরের জন্য দায়িত্ব …
  • ১১ জানুয়ারি ২০২৬
মা সহ চার বছরের শিশুর মরদেহ উদ্ধার
  • ১১ জানুয়ারি ২০২৬
বিপিএলে ইতিহাস, একসঙ্গে জুটি গড়লেন বাবা-ছেলে
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9