অবশেষে বাস পাচ্ছেন শেরপুর কলেজের শিক্ষার্থীরা

১০ এপ্রিল ২০২৫, ১১:০৫ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:১৪ PM
শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য বাসসেবা চালু হচ্ছে

শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য বাসসেবা চালু হচ্ছে © টিডিসি ফটো

দেশের সীমান্তবর্তী জেলা শেরপুরের একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান শেরপুর সরকারি কলেজ। এ প্রতিষ্ঠানে নানান সুবিধা থাকলেও বিগত দিনে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য কোনো বাস ছিল না। তাদের স্বপ্ন ছিল বাসে উঠে কলেজে আসা-যাওয়া করবেন। অবশেষে সে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এ কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য যাতায়াতের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। কর্তৃপক্ষ প্রথমবারের মতো বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে।

কলেজ সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে চারটি বাস দিয়ে যাত্রা শুরু হবে, যা চারটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্দিষ্ট রুটে চলাচল করবে। বাস সার্ভিস পেতে হলে শিক্ষার্থীদের কলেজ আইডি কার্ড প্রদর্শন করতে হবে। আইডি কার্ড ছাড়া কোনোভাবেই এ সেবা দেয়া হবে না।

যে রুটে বাসগুলো চলাচল করবে

রুট নম্বর- ০১
ঝিনাইগাতী বাজার- আহম্মদনগর- পাগলার মোড়- তিনানী বাজার ব্রিজ- কাঠালতলী- কোয়ারী রোড- জুলগাঁও নতুন সড়ক- কালীবাড়ী বাজার-বাজিতখিলা- তাতালপুর- শেরপুর সরকারি কলেজ।

রুট নম্বর- ০২
শেরপুর ব্রিজ (ব্রহ্মপুত্র সেতু)- ব্যাঙের মোড়, আমতলী বাজার, শিমুলতলী বাজার, পোড়াদহ বাজার, নন্দীর বাজার, নতুন সড়ক- বটতলা- কুসুমহাটী- শেরী ব্রিজ- শেরপুর সরকারি কলেজ।

রুট নম্বর- ০৩
মাঝপাড়া- বটতলা- শ্রী বরদী বাজার- মাটিয়াকুড়া- গাবতলী- তেনাচিড়া বিজ্র - ভারেরা- কুরুয়া বাজার- কুড়িকাহনিয়া বাজার- ইন্দিলপুর বাজার- চিথলিয়া- আখের মাহমুদ বাজার- খোয়ারপাড়- শেরপুর সরকারি কলেজ।

রুট নম্বর- ০৪
গৌড়দ্বার- পাইস্কা মোড়- নকলা হলপট্টি- গণপদ্দী বাজার- তারাকান্দি বাজার- কানাশাখোলা বাজার- অষ্টমীতলা- শেরপুর সরকারি কলেজ।

আরো পড়ুন: কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্র নিয়ে শিক্ষার্থীদের জন্য সতর্কতা

এ বিষয়ে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শাহ্ কামাল উদ্দীন বলেন, ‘দূর-দূরান্ত থেকে শিক্ষার্থীরা এ কলেজে পড়াশোনা করতে আসেন। অনেক শিক্ষার্থীর দৈনিক ভাড়া বাবদ ১৫০-২০০ টাকা খরচ হয়। তাদের সুবিধার কথা চিন্তা করেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। এর ফলে শিক্ষার্থীরা সহজে ও নিরাপদে কলেজে আসা-যাওয়া করতে পারবেন।’

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রউফ বলেন, ‘শেরপুর সরকারি কলেজ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ছাত্রদের হলের নাম শহিদ মাহবুব হল নামকরণ করা হয়েছে, ছাত্রীদের জন্য অচিরেই আরেকটি হল চালু হবে। দূরের শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে প্রথমবারের মতো চারটি রুটে চারটি বাস সার্ভিসের উদ্যোগ নেয়া হয়েছে। যা বাংলা নববর্ষে (১৪ এপ্রিল) উদ্বোধন করা হবে। এর ফলে শিক্ষার্থীরা অল্প খরচে কলেজে আসা-যাওয়া করতে পারবেন।’

বাস সার্ভিস চালুর খবরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। তারা বলছেন, অনেক সময় ভাড়া গাড়ির জন্য অপেক্ষা করতে হতো। কখনো হেঁটেও কলেজে আসতে হয়েছে। এখন কলেজ বাস থাকায় অনেকটাই স্বস্তি মিলবে। ভবিষ্যতে বাসের সংখ্যা ও রুট বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

সাবেক আ.লীগ মন্ত্রী লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
  • ১৮ জানুয়ারি ২০২৬
তাপমাত্রা কমল আরও, শীত কি ফের বাড়ছে
  • ১৮ জানুয়ারি ২০২৬
গ্রামীণফোনে চাকরি, আবেদন শেষ ২৮ জানুয়ারি
  • ১৮ জানুয়ারি ২০২৬
রাবিতে টাঙানো বিএনপির ব্যানার খুলে নেওয়ার আল্টিমেটাম জিএস আ…
  • ১৮ জানুয়ারি ২০২৬
অব্যাহতি পাওয়া নেতাকে সংগঠনে ফেরাল কৃষক দল
  • ১৮ জানুয়ারি ২০২৬
পটুয়াখালীতে কমিটি বিলুপ্তিতে খুশিতে মিষ্টি বিতরণ বিএনপির নে…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9