প্রতীকী ছবি © সংগৃহীত
দেশে ২৪ ঘণ্টার ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমেছে। রাজধানী ঢাকায় গতকাল শনিবারের তুলনায় আজ রবিবার তাপমাত্রা কম রেকর্ড করা হয়েছে। তবে গতকালের মতো আজও কোথাও শৈত্যপ্রবাহ নেই। আজ রবিবার (১৮ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়—৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল একই এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার নিয়ম অনুযায়ী, কোনো এলাকায় তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেখানে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়। আজ দেশের একমাত্র তেঁতুলিয়াতেই তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমেছে। এরপরও আবহাওয়া অধিদপ্তর এটিকে শৈত্যপ্রবাহ হিসেবে ঘোষণা করেনি। কারণ, বিচ্ছিন্ন কোনো একটি এলাকায় এমন তাপমাত্রা থাকলে তাকে শৈত্যপ্রবাহ বলা যায় না।
এর আগে গত শুক্রবার দেশের তিনটি জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গিয়েছিল। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দুই দিন তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে। এরপর ধীরে ধীরে তা বাড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, “আজও গতকালের মতো কুয়াশার দাপট অনেকটাই কম। দেশের সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমেছে, তবে কোথাও শৈত্যপ্রবাহ নেই। আগামীকালও তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে। এরপর দুই–এক দিন পর, আগামী শুক্রবার থেকে শীত কিছুটা বাড়তে পারে।”
এদিকে রাজধানী ঢাকায় ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কমেছে ১ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এই তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।