কুবির বিজয়-২৪ হলে ঈদে শিক্ষার্থীদের জন্য থাকবে বিশেষ ভোজ

২৯ মার্চ ২০২৫, ১২:১৯ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:১৪ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে আসন্ন ঈদুল ফিতরের দিন হল কর্তৃপক্ষের উদ্যোগে আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের দিন সকাল ও দুপুরে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। যারা হলে অবস্থান করবেন, তাদের তালিকা প্রস্তুতের জন্য আজ শনিবার (২৯ মার্চ) রাত ৯টার মধ্যে হল গেটের (নতুন অংশ) সংরক্ষিত খাতায় নাম লিপিবদ্ধ করার অনুরোধ করা হয়েছে।

হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান বলেন, ‘আমি অনেক আগেই ব্যাপারটি নিয়ে ভাবছিলাম। মূল কারণ হচ্ছে, অনেকে আমার সাথে যোগাযোগ করেছেন, তারা বাড়ি যেতে পারছেন না। অনেককে ভাড়া দিয়ে সাহায্য করেছি। অনেকে হলে অবস্থান করছেন। হলের প্রভোস্ট হিসেবে কিছু দায়িত্ব পালন করি, যেহেতু আমি তাদের গার্ডিয়ান। সেজন্য আমি ঈদের দিন সকালে এবং বিকেলে খাবারের আয়োজন করেছি।’

আরো পড়ুন: ‘পড়াশোনা শেষ, সবার প্রশ্ন কী করছি—তাই ঈদে বাড়ি যাওয়া হয়নি’ 

তিনি আরো বলেন, ‘আমরা সাধারণত ঈদের দিন ভালো খাবার খাই। তারা হয়তোবা সে সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। সে কারণে আমি একটু পরিকল্পনা করেছি, খাবারের আয়োজন করার। যাতে তারা বাড়ি যাওয়ার অভাব কিছুটা হলেও পূরণ করতে পারে।’

নির্বাচনে মাঠ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি হান্নান মাসউদের
  • ৩০ জানুয়ারি ২০২৬
৩০০ নেতাকর্মীসহ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মাহাবুব মাস্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
চলতি সপ্তাহে একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ৩০ জানুয়ারি ২০২৬
জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা: র…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সেই ‘দুখিনী মা’য়ের সম্মানে সুবর্ণচরকে পৌরসভায় উন্নীত করবে জ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ফেলোশিপে উচ্চশিক্ষার সুযোগ…
  • ৩০ জানুয়ারি ২০২৬