শিক্ষার্থীদের ২৫০০ কোরআন উপহার দিচ্ছে জবি শিবির

১৮ মার্চ ২০২৫, ০২:২৭ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৪:৪৬ PM
শিক্ষার্থীদের মধ্যে কোরআন মাজিদ বিতরণ

শিক্ষার্থীদের মধ্যে কোরআন মাজিদ বিতরণ © টিডিসি ফটো

পবিত্র মাহে রমজান উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে ২ হাজার ৫০০ কোরআন মাজিদ বিতরণ করার কর্মসূচি গ্রহণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইসলামী ছাত্রশিবির শাখা। প্রতিদিন ৫০০ কোরআন বিতরণ করবে সংগঠনটি।

মঙ্গলবার (১৮ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে কোরআন মাজিদ বিতরণ করতে দেখা যায় সংগঠনটিকে। এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।  

এর আগে সোমবার (১৭ মার্চ) শাখা ছাত্রশিবিরের ফেসবুক পেজ থেকে কোরআন বিতরণ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। 

সেখানে বলা হয়, ‘উপহারের মজুত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হবে। তবে যেকোনো শিক্ষার্থী উপহার পেতে নিচে দেওয়া লিংকে রেজিস্ট্রেশন করলে পরবর্তী ঘোষণার মাধ্যমে নির্দিষ্ট স্থান থেকে উপহার সংগ্রহ করতে পারবেন।’

আরও বলা হয়, ‘ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শিক্ষার্থীর জন্য এই উপহার কর্মসূচি উন্মুক্ত।’

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের একাডেমিক ও মানোন্নয়নই আমাদের কাজের মূল লক্ষ্য। শিক্ষার্থীরা যেন নৈতিকতা বোধসম্পন্ন মানুষ হতে পারে, তারই ধারাবাহিকতায় পবিত্র রমজান উপলক্ষে আমরা শিক্ষার্থীদের মাঝে ২৫০০ কোরআন মাজিদ উপহার দেওয়ার কর্মসূচি নিয়েছি। আমরা প্রতিদিন ৫০০ কোরআন শিক্ষার্থীদের উপহার দেব।’

জামায়াত আমিরকে জড়িয়ে ধরে কাঁদলেন শহীদের মায়েরা
  • ৩০ জানুয়ারি ২০২৬
এসএসসি পাসেই অফিসার নেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন শেষ ৫ ফেব্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
আপন দুই ভাই বিএনপি-যুবদলের ২ নেতা আটক, অস্ত্র উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬
প্রজেক্ট কোঅর্ডিনেটর নেবে বিক্রয় ডটকম, কর্মস্থল ঢাকা
  • ৩০ জানুয়ারি ২০২৬
জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন এখানে
  • ৩০ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএসের প্রিলির প্রশ্ন সমাধান দেখুন এখানে
  • ৩০ জানুয়ারি ২০২৬